আমাদের কথা খুঁজে নিন

   

আজ হেমন্ত



আজ হেমন্ত আজ কৃষকের চোখে হাসি অফুরন্ত আজ পাকা সোনালি ধান সে ঘরে তুলবে সেই ধানের দ্বারা সারাটি বছর সে চলবে আজ যে হেমন্ত আজ যে ঘরে ঘরে ভাসে মিষ্টি গন্ধ আজ যেন খুশিতে সবাই অন্ধ আজ ই হেমন্ত আজ কৃ্ষকের গোলা ভরে উঠল সোনালি ধানে সাজে আজ কৃ্ষকের উঠান তাই উৎসব নবান্নে চারিদিকে আজ খুশির বাদ্য বাজে পিঠা উৎসবে নবান্ন যেন নতুন করে সাজে আজ হেমন্ত আজ কৃ্ষকের খুশি অফুরন্ত এই কবিতাটি একান্তই আমার নিজের লেখা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।