শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে!
'' প্রায় আট মাস জিম্মি করে রাখার পর দুই বাংলাদেশিসহ ২২ নাবিককে মুক্তি দিয়েছে সোমালি জলসদস্যুরা। মুক্তির পর জাহাজটি ওমানের দিকে রওয়ানা হয়েছে। বাংলাদেশি নাবিকদের দেশে ফিরতে আরও এক সপ্তাহ সময় লাগবে।
এদিকে দুই বাংলাদেশি নাবিকের মুক্তির খবরে তাদের পরিবারে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা।
জার্মান কেমিক্যাল ট্যাংকার ‘মারিদা মার্গারেট’ জাহাজটিকে মঙ্গলবার সোমালি জলদস্যুরা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয়।
সোমালি জলদস্যুদের হাতে ছিনতাইকৃত বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনির মালিকানা প্রতিষ্ঠান ব্রেভ রয়্যাল শিপিং ম্যানেজমেন্টের ব্যবস্থাপক মেহেরুল করীম এবং দুই নাবিকের পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে বাংলানিউজকে এ তথ্য জানান।
গত ৮ মে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটি ছিনতাই করে। ২৩০ দিন আটকে রাখার পর জলদস্যুরা জাহাজসহ নাবিকদের ছেড়ে দেয়।
এদিকে মুক্তি পাওয়া বাংলাদেশি নাবিক চিফ অফিসার জাফর ইকবাল এবং সেকেন্ড ইঞ্জিনিয়ার এবিএম গিয়াস উদ্দিন আযম খানের পরিবারে এখন আনন্দের বন্যা। গিয়াস উদ্দিনের বাড়ি চট্টগ্রামে আর জাফর ইকবালের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।
গিয়াস উদ্দিনের মা শিরিন আক্তার রাতে টেলিফোনে বাংলানিউজকে বলেন, ‘বিকেলে জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়ে ছেলে আমাকে ফোন করেছিল। ’
তিনি বলেন, ‘এতদিন পর ছেলের কণ্ঠ শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আনন্দে কান্নাকাটি শুরু করি। ছেলে রাতে আবারও ফোন করবে বলেছে। তাই জেগে আছি।
আনন্দে আমার ঘুম আসছে না। ’
শিরিন আক্তার বলেন, ‘গিয়াস উদ্দিন বলেছে, তারা ভাল আছে। তবে আমার কাছে তার কণ্ঠ কিছুটা দুর্বল মনে হয়েছে। ’
জাফর ইকবালের ছোট ভাই মেহেদি কাওসার বাংলানিউজকে বলেন, ‘বিকেল চারটায় মুক্তির পর ভাইয়া ফোন করে। তারা সুস্থ আছেন।
তারা জাহাজটি নিয়ে ওমানের দিকে রওয়ানা হয়েছেন। ওমান থেকে তারা বিমানে করে বাংলাদেশে আসবেন। ’
দেশে পৌঁছাতে তাদের আরও এক সপ্তাহ সময় লাগবে বলে জাফর ইকবাল মেহেদি কাওসারকে জানিয়েছেন।
মেহেদি কাওসার বলেন, ‘মাসের পর মাস দুঃশ্চিন্তা আর ভাইয়ার মুক্তির অপেক্ষায় ছিলাম। আজ আমাদের অপেক্ষার অবসান ঘটেছে।
’
বাংলাদেশ মার্চেন্ট মেরিনার্স অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য সাজিদুল এনাম জানান, জাফর ইকবাল মেরিন একাডেমির ৩৫তম ব্যাচের এবং গিয়াস উদ্দিন ৩৬তম ব্যাচের ছাত্র।
রাসায়নিক দ্রব্য বহনকারী মারিডা মার্গারেট ও এর ২২ নাবিককে মুক্তির জন্য সোমালি জলদস্যুরা পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন ডলার মুক্তিপণ নিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোতে খবর প্রকাশিত হয়েছে।
জাহাজটির ২২ নাবিকের মধ্যে ১৯ জন ভারতীয় ও একজন ইউক্রেনের নাগরিক ''
মূল তথ্য ও সংবাদের লিংক
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।