"জেগে উঠুক তারুন্য,জেগে উঠুক স্বপ্ন,জেগে উঠুক মনুষ্যত্ব.........."
মিরপুর-১২ নম্বর সেকশন,২৫ নম্বর লাইন এর ৪০ নম্বর বাড়ি। একটি টিনশেডের ছোট ঘর,কিন্তু এখানেই রুবেল নামের এক মহান মানুষ স্বপ্ন দেখাচ্ছেন কিছু বঞ্চিত শিশু-কিশোরকে পরিপূর্ন মানুষ হবার। তাদেরকে গড়ে তুলছেন আধুনিক মানসম্মত শিক্ষা দিয়ে আর সবচেয়ে আশ্চর্য বিষয় হল প্রতিষ্ঠানটি কোন এনজিও (বাংলাদেশের জন্য রক্তখেকো রাক্ষস) এর সাহায্য না নিয়েই চলছে।
হঠাত করে এই ছোট্ট ঘরে আপনি গেলে একটু আশাহতই হবেন, অত আহামরি কোন ঘর নয়,নেই পর্যাপ্ত পরিসর কিন্তু আছে একদল মানুষ যাদের হৃদয়ে আছে সত্য ও সুন্দরের এবং মানবতার অদম্য উদ্দম। সবাই কোন না কোন জায়গায় প্রতিষ্ঠিত তারপরেও ঠিকই সময় বের করে এখানে এসে ছোট ছোট শিশুদের শিক্ষা দিচ্ছে যা ধনীর ধরের সন্তানেরা অনেক টাকার বিনিময়ে কিনে নিত।
প্রতিষ্ঠানটিতে ঢুকলেই আপনি দেখতে পারবেন দেয়ালে মনোমুগ্ধকর পেইন্টিং। অল্প কয়েকটি ক্লাস রুমের প্রতিটিতেই কম্পিউটার। ক্লাস রুম গুলোও খুব সুন্দরভাবে সাজানো। আর শিক্ষার ব্যাপারে একটা উদাহরন দেই, ওখানের একটি শিশু একজন শিক্ষককে তার আকা ছবিটির লে-আউটের সম্পর্কে জিজ্ঞাসা করছিল। বুঝতেই পারছেন তারা নিসন্দেহে মানসম্মত শিক্ষা পাচ্ছে ।
২৫ ডিসেম্বর ছিল প্রতিষ্ঠানটির বর্ষপুর্তি অনুষ্ঠান। আমদের ফটোওয়াকের দিনও ছিল আমাদের কিছু ব্লগারের জন্য,তাই সবাই মিলে সেখানেই গেলাম এ মহান দৃষ্টান্ত দেখতে। সকালে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা। তারপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিশুদের উতসাহ দিতে শিরোনামহীন এই প্রথম মিরপুরে কনসার্ট করে।
এছাড়াও কৃষ্ণকলি সহ আরো অনেকে গান পরিবেশন করে। সকালের দিকে অনেক ব্লগার ছিল। যেমন-
ক্যামেরাম্যান ,কৌশিক, আজমান আন্দালিব , আইরিন সুলতানা , বিদ্যাসাগর , প্রাঞ্জল সেলিম , আসিফ মুভি পাগলা, আব্দুল্লাহ -আল-মনসুর , বিড়াল এবং আরো অনেকে।
তবে শেষ পর্যন্ত কৌশিক দা'ই ছিলেন সেখানে , আমি শেষ পর্যন্ত না থাকতে পারলেও সন্ধ্যার পর পর্যন্ত ছিলাম।
সেদিন আর কিছু না হোক, ছেলেমেয়েগুলোর মুখে যে আভা দেখেছি তাতে এটুকু বলা যায় আর কিছু না হোক আর দশটা সাধারন পথশিশুর মত তাদের জীবন নষ্ট হয়ে যাবে না,অন্তত জীবন বোধ জন্মাবে তার ধূলোমাখা জীবনে।
এ মহান কাজটি যে সকল মহান মানুষেরা মিলে করেছেন তাদের প্রতি রইল আমার সালাম। আশা করি এরকম উদ্যোগেই একসময় বাংলাদেশ পালটে যাবে।
যারা যেতে পারেন নি তাদের জন্য নিচে কিছু ছবি দিলাম মানবতার সে উৎসবের।
( ছবিগুলো যে সাইটে আপ করেছিলাম তা মুছে গেছে, তবে সবগুলো ছবি পাওয়া যাবে এখানে, আমার ফ্লিকর একাউন্টে )
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।