আমাদের কথা খুঁজে নিন

   

শীত = ফ্যাশন = ?


এখন শীত। শীতে অনেকেই একটু বেশি ফ্যাশনেবল হয়ে যায়। কারন একটু বেশী পোষাক আর তাই একটু বেশী ফ্যাশন। কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনার বেখায়াল ফ্যাশন অন্য কারো জন্য বিরক্তির কারন হয়ে যায়। কিভাবে? শীতে আমরা গ্রীষ্মের চাইতে কম ঘামাই।

আর এ কারনে অনেকেই মনে করে আমাদের পোষাক ধোয়া ছাড়াই বহুবার ব্যবহারের জন্য উপযুক্ত থেকে যায়। কথাটা কিছুটা সত্য হলেও এতোটা নয় যে বারবার অনেকবার ব্যবহার করা যেতে পারে। পরিতাপের বিষয় যে, আমি এমন কাউকে কাউকে পেয়েছি যারা একটি পোষাক দিনের পর দিন পরিধান করে কর্ম ক্ষেত্রে নিয়োজিত হয়। তাতে সমস্যা কি? দূর্গন্ধই একমাত্র বড় সমস্যা এমন বেখায়াল ফ্যাশনে। যদি আপনি একটা দলে কাজ করেন বা অনেক জনের সাথে কাছাকাছি থেকে কাজ করেন তবে অবশ্যই পরিষ্কার আর দূর্গন্ধমুক্ত পোষাক পরিধান করুন।

আপনার দল এতে অসুবিধাগ্রস্থ হয় কিন্তু হয়তো বলতে পারছেনা। Image source: wikipedia.org মুল লেখা এখানে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।