রাজাকার মুক্ত বাংলাদেশ চাই
সুখেই চলছিল সব। কোনো ঝামেলা চলছিলো না। গল্পের শেষে যেমন থাকে, অতঃপর তাহারা সুখে শান্তিতে বসাবাস করিলো, তেমনি চলছিলো।
কিন্তু বিপদ ঘটালো আমার ঠান্ডা লাগা, সর্দি হওয়া আর শীত কাল টা।
আমি এতোদিন জানতাম, আমি ঘুমের মধ্যে নাক ডাকি না।
কিন্তু ৩ দিন আগে আমার বউ কর্তৃক আবিষ্কার হলো, আমি নাকি ভয়াভহ নাক ডাকি।
শীতের সকালে সবারই মনে হয় ঘুমটা একটু জেকে বসে, মোবাইলে এলার্ম বাজে একটু পর পর, সেটা বন্ধ করে মনে হয় আর একটু ঘুমাই, এই ভাবেই চলে।
এর মধ্যে আমার বউ বের করল, আমি নাক ডাকছি। সেও ঘুমের ঘোরে তখন, বুঝতে পারলো, নাক না, আমি আসলে গলা ডাকছি।
ঠান্ডাতে নাক বন্ধ, মুখ দিয়ে ঘুমের মধ্যে শ্বাস নিচ্ছি, আর তাতই নাকি গরররর, গররর শব্দ হচ্ছে।
এমনিতে ১৫ মিনিটি পর পর মোবাইলের এলার্মের শব্দ, তার উপর আমার গররর শব্দ, বউ ঘুমের ঘোরে ত্যক্ত বিরক্ত। (যদিও এলার্মের শব্দে আমার কখনো ঘুম ভাঙে না)। সে তখন করলো এক মহা অঘটন, মোবাইল অফ করে আমার ঠোট তার এক হাতে চিপে ধরল।
ঘুমের ঘোরে সকল শব্দের উৎস বন্ধ করা দরকার, কিভাবে বন্ধ করা হলো, সেটা ব্যাপার না।
তার কিছু সময় পর দেখা গেল, আমার নাক দিয়ে শ্বাস নেওয়া শুরু হলো, আর শব্দ বন্ধ হলো।
আমার ঘুমটাও ভেঙে গেল।
মনে মনে শোকর করছি, নাকটা হালকা বন্ধ হয়েছিল, তাই আজকে পোস্ট দিতে পারছি, না হলে তো আজকে আমার কুলখানির দাওয়াত পেতেন।
পরে যখন বউকে মনে করিয়ে দেই, তুমি আমাকে তো মেরে ফেলতে চেয়েছিলা, সে তখন প্রতিবাদ করে, না না। লজ্জ্বাও পায় একটু একটু, কিন্তু আমি এখনও বউকে ক্ষেপাই এটা নিয়ে। কারণ গতকাল বউয়ের ঠান্ডা লেগেছে।
এখন আমি তার গলাডাকার জন্য অপেক্ষা করছি।
এই পোস্ট দেওয়ার পরে ড্রাফট করে ফেলতে হবে, যদি বউয়ের হাতে চলে যায়, তাহলেও আপনারা কুলখানির দাওয়াত পেতে পারেন।
ধন্যবাদ।
বউকে নিয়ে আমার আগের একটা লিখা।
২ বছরের বিবাহিত জীবনের টুকিটাকি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।