বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর তৈরী হচ্ছে। সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক এবং দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় বিমানবন্দর।নিসন্দেহে এটা আমাদের জন্য একটা বড় গৌরবের ব্যাপার।মজার ব্যাপার হল বিমানবন্দরের জন্য নির্ধারিত স্থান ছিল ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানার আড়িয়াল বিল। যদি ঘটনা তাই হত তাহলে কোন সমস্যা ছিল না। ঘটনার আড়ালের ঘটনা অনেক ভয়াবহ। যেসব বহুজাতিক ডেভেলপার কোম্পানী এই দায়িত্ব পেতে যাচ্ছে তারা শুধু আড়িয়াল বিলই নয়, তাদের এখন নজর পড়েছে আশপাশের জমির উপর। তারা এখন আমাদের বসত ভিটার জমি নিয়ে টান দিচ্ছে। এখন তারা এর বিনিময়ে নাম মাত্র দাম দিতে যাচ্ছে। কিন্তু আমি মনে করি টাকা বড় কথা না, কিন্তু পূর্ব পুরুষের বসত ভিটা যদি ছেড়ে দিতে হয় তবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা কে করবে? আমি, আপনি নাকি সরকার? এরকম অমানবিক কাজ করে অত্যাধুনিক বিমানবন্দর তৈরী করার কোন দরকার আছে বলে আমি মনে করি না.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।