কতটুকু পথ হাটলি আজ? কতটুকু ভালবাসলি? তুই কি আগের মতই পথ হেঁটে হেঁটে ভালবাসিস? আগের মতই, যখন আমরাএকসাথে ছিলাম। তুই মাঝে মাঝে বলতি, যতটুকু পথ হাঁটবি ঠিক ততটুকু ভারবাসবি,এর বেমি ভালবাসতে যাসনে, তাহলে ভালবাসাকে হারিয়ে ফেলবি। তোর কথাটাই সত্যি- আমি আমার ভালবাসাকে হারিয়ে ফেলেছি। আমিও পথ হাঁটতাম, কিন্তু তোর মত পত হাঁটা আজও শিখলাম না। তোর মত আজও বলতে পারলাম না, ভালবাসা মানে সব কিচু চেটেপুটে খাওয়া।
আমি জানি, তুই কখনও কাউকে ভালবাসতি না, কারণ তোর ভালবাসার ধরণটাই ছিল মিথ্যে দিয়ে ঢাকা। যেমন তুই আমাকেও বালবাসতি না, তুই চেয়েছিলি আমাকে ব্যবহার করতে। তবে হ্যাঁ, তোর কাছে ব্যবহার হতে হতে আমি এখন মানুষকে ব্যবহার করা শিখে গিয়েছি।
হাঁটতে হাঁটতে তুই কখন আমার থেকে আলাদা হয়ে গেলি বুঝতেই পারিনি- সেদিনই কি, যেদিন তুই আমায় ভালবাসি বলতে বলেছিলি। আমি বলতে পারিনি, মনে করেছিলাম এটাও তোর কোন খেলা।
তুই আমাকে অনেকগুলো চিরকুট দিয়েছিলি, সবগুলোই মাঝে মাঝে দেখি, তারমাঝে একটি আমি এখন প্রতিদিন দেখি-
ভালবাসা মানে প্রতিদিন ঝগড়া
ভালবাসা মানে রোদ,
ভালবাসা মানে পথ হাঁটা আর
ভালবাসা মানে ক্ষোভ।
তোকে সেদিন ভালবাসি বলতে ভয় পেয়েছিলাম কেন জানিস, ভালবাসার প্রতি তোর অবহেরা দেখে। খুব ক্ষোভ আর অভিমান নিয়ে তোর কাছ থেকে দূরে সরে এসেছিলাম, ভেবেছিলাম আমি দূরে সরে গেলে তুই তোর ভালবাসার হাঁটা পথ থামাবি। কিন্তু তুই এখনও ভালবাসার পথ হাটিস।
ভেবেছিলাম তোর সঙ্গে কখনও দেকা করর না, কিন্তু আর পারলাম না রে, শুধু একবার, এইবারের মত তোর পথ হাঁটা থামা; আমার সঙ্গে একটু দেখা কর।
সেদিনের সেই ভালবাসি কথাটা জোরে জোরে বলতে দে.. প্লিজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।