আমাদের কথা খুঁজে নিন

   

ছোট এবং নিরীহ মনে হলেও ভয়ংকর

পোকামাকড়

এই প্রাণীটির নাম হলো ব্লু রিংড অক্টোপাস । ব্লু রিংড অক্টোপাস প্রশান্ত মহাসাগর ও ভারত সাগরের প্রবাল দ্বীপের আশেপাশে সচরাচর দেখা যায় । এমনিতে এ অক্টোপাস দেখতে অনেক সুন্দর । বিরক্ত না হলে এরা কামড়ও দেয় না । সাধারণত এরা কাঁকড়া,চিঙড়ি ইত্যাদি ধরে খায় ।

ব্লু রিংড অক্টোপাস তার বর্ণের মাধ্যমে শিকারি এবং অন্যদেরকে সতর্ক করে দেয় যে সে বিসাক্ত । এমনিতে এর শরীরে বিষ নেই । তবে এর কামড়ে বিষ আছে । এই বিষ সে দু’টি কাজে ব্যবহার করে । একটি নিজের শিকারের ক্ষেত্রে আর অন্যটি নিজের আত্নরক্ষার ক্ষেত্রে ।

সে শিকার করার সময় কামড় দিয়ে কোন প্রাণীকে পঙ্গু করে । তারপর সেই প্রাণীকে সে নিরাপদে খায় । আর আত্নরক্ষার ক্ষেত্রে সে আক্রমনকারীকে কামড় দিয়ে পালিয়ে যায় । মানুষ যদি ব্লু রিংড অক্টোপাসকে বিরক্ত করে তাহলে সে তখন মানুষকে তার শিকারি ভেবে কামড় দেয় এবং পালিয়ে যায় । শুরুতেই হয়তো বা ঠিক পাওয়া যায় না যে কামড় দিয়েছে ।

তবে এর কামড়ের বিষ খুবই মারাত্নক । কারণ এই বিষ হৃদপিন্ড ও ফুসফুস সহ সারা দেহ পঙ্গু করে । ফলে শরীরের রক্ত চলাচল ও শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় । মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় । চিকিৎসা না করলে কামড় খাওয়া মানুষ পনেরো মিনিটে মারা যেতে পারে ।

এই অক্টোপাসে এত বিষ থাকে যা দ্বারা প্রাপ্তবয়ষ্ক ২৬ জন মানুষকে মেরে ফেলা সম্ভব । তবে বিরক্ত না করলে এই অক্টোপাস কামড় দেয় না । আমরা কখনো নাম না জানা প্রাণীকে ধরতে যাব না বিশেষ করে যারা রঙিন ও ছোট । কারণ বেশিরভাগ রঙিন প্রাণী আক্রমণকারীকে একটি সংকেত দেয় যে তারা বিষাক্ত । এভাবে তারা নিজের জীবনকে রক্ষা করে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।