আমাদের কথা খুঁজে নিন

   

কস কি মমিন?!!! শিবিরের পোলা পাইন নাকি হ্যাকিং শিখসে!!!!! টাই আর চুপ না থাইকা ভাবলাম আপনাদেরকেও শিখাই ক্যামনে এদেরকে বাঁশ দিতে হবে

মনে হয় পুরাই পাগল হয়ে গেসি নিচের ছবিটা ভাল করে দেখেন এইটা এক বিপ্লবী ব্লগার ভাইয়ার কাছে সংগ্রহ করা তার কম্পিউটার এর স্ক্রিনশট এই ইমেইল টা তে যা যা লেখা আছে তার সব ই মিথ্যা এখানে লেখা আপনার ইমেইল অ্যাকাউন্ট এ আরেকটি কম্পিউটার থেকে লগ ইন করা হয়েছে তাই আপনার সার্ভিস প্রভাইডার ধারনা করছে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তারপর উল্লেখিত লিঙ্ক এ ক্লিক করে আপনার পাসওয়ার্ড বদলাতে বলবে এরপর আপনি যখন ওই লিঙ্ক এ ক্লিক করবেন তখন হুবহু আপনার লগ ইন পেজ আসবে যেখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিলে টা চলে যাবে সেই ব্যাক্তির ক্কাছে যে আপনাকে ওই ইমেইল টি পাঠিয়েছে মানে আপনার আইডি হ্যাক করে ফেলবে আমি নিজেও এই সিস্টেমে অনেক ইমেইল আর ফেসবুক হ্যাক করসি এভাবে কিন্তু আপনার ক্রেডিট কার্ডও হ্যাক করা যায় আর এই সিস্টেমেই শিবিরের ভাইজানেরা গণহারে আমাদের আইডি হ্যাক করতেসে তাই আপনাদেরকে বলি যদি এরকম কোন ইমেইল পান তাহলে ভুলেও ক্লিক করবেন না কিন্তু মানুষকে বোকা বানানোর আরও অনেক উপায় আসে এইগুলা থেকে বাচবেন ক্যামনে? আসেন কিছু টিপস দেই ১. অপরিচিত কাউকে ফেসবুকে আপাতত অ্যাড করবেন না ২. কেউ কোন লিঙ্ক দিলে তাতে ক্লিক্ করবেন না ৩.আর যদি ক্লিক করে দেখেন আপনাকে ফেসবুক থেকে লগ ইন করতে বলে এবং পারমিশন চায় তাহলে Allow বাটনে ক্লিক করবেন না ভুলেও ৪.কিছুদিন ফেসবুক এপ্লিকেশন গুলা ইউজ করা বন্ধ রাখুন ৫. কোন লিঙ্কে ক্লিক করলে যদি আপনার ইমেইল বা ফেসবুক লগ ইন পেজ দেখতে পান তাহলে অ্যাড্রেস বারে দেখবেন যদি ফেসবুক ডট কম এর পরিবরতে অন্য কিছু লেখা থাকে কিংবা জিমেইল ডট কম এর পরিবরতে অন্য কিছু দেখেন তাহলে ভুলেও আপনার লগ ইন ডিটেইলস প্রবেশ করাবেন না ৬.কেউ কোন ফাইল দিলে তা রান করানর আগে অ্যানটি ভাইরাস দিয়ে স্ক্যান করায় নিবেন ৭. অনেক সময় ট্রোজান ভাইরাস কিন্তু জ্ঞান বা অন্য কোন ফাইলের সাথে বাইন্ড করে দেয় এতে আপনার কম্পিউটার হ্যাক হয়ে যাবে এবং আপনার অ্যানটি ভাইরাস তা বুঝতেও পারবে না এইজন্য অপিরিচিতদের কাছে থেকে কোন ফাইল নিবেন না ৮. আর কয়েকদিন একটু সংযমী হন পর্ণ এর লিঙ্কে ক্লিক করবেন না ৯.আর যদি কোথাও কোন হ্যাকিং এর গন্ধ পান দয়া করে জানায় দিয়েন সবাইকে বস এই কয়দিন একটু সাবধান থাকেন আপনারা জাতে সেফ থাকতে পারেন এইজন্য আমার পুরা এক বছরের আজাইরা গবেষণার ফলাফল দিয়া দিলাম বাকিরাও যাতে সেফ থাকতে পারে সেইজন্য এই পোস্ট তা সবার সাথে শেয়ার করবেন তাইলে আমারও একটু পাবলিসিটি হবে  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।