ডিসেম্বরের ষোল তারিখ এলেই-
পাল্টিয়ে নেয় থোসাকে ।
অন্য রকম বেশ ধরে নেন-
দেশ প্রেমিকের পোশাকে।
অযথা আজ দেশের কথায়
চোখটা ভেজান পানিতে।
মঞ্চ কাপে তার কথা আর
দেশ গঠনের বাণীতে।
অন্য দিকে একটু খানি
চোখটা যদি ফেরাই।
দেশটাকে রোজ খাচ্ছে গিলে
দেশের প্রেমিক এরাই।
এরাই নাকি দেশের সেবক,
ঘুষের জন্য হাকায়।
দূনীতিতে শীর্ষে এ দেশ,
এরা দেশে থাকায়।
দেশ প্রেমিকের এই বুঝি হাল,
দেখছি এমন দূশ্যকে।
কেমনে চিনাই আসল প্রেমিক,
আগামীর ঐই বিশ্বকে।
-------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।