দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলার সংযোগস্থল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ট্রাক পারাপার বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সামলাতে আজ থেকে এটা কার্যকর হয়েছে। ঈদের তিনদিন পর আবার তা চালু করা হবে।
ভারী যান থেকে বিকল্প পথে ছোট যান পারপার, চাঁদাবজি ও কৃত্রিম যানজট নিয়ন্ত্রণ, লঞ্চে অতিরিক্ত যাত্রীবহন ও অতিরিক্ত ভাড়া আদায়ে মনিটরিং ব্যবস্থা করেছে প্রশাসন। এ কার্যক্রম জোরদার করতে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।