.................................ঊর্মি খান
রোমিও (প্রেমিক ) রক্তাক্ত
অথচ তুমি রক্তক্ষরণ দেখতে পাওনা
কোন মূল্য নেই তোমার কাছে
শুধু কিছু অনুভূতি রয়েছে
যা কিনা পুরোনো স্মৃতি হয়ে এখনো কষ্ট দেয়
ভালোবাসর বর্ষণ হত আমাদের মাঝে
এখন আমি সেই বর্ষণে ভেসে যাচ্ছি
তুমি সবসময় আমাকে যোদ্ধার মত দেখেছ
কিন্তু তোমাকে ছাড়া আমি কিছুই নই
একসময় আমার দিনগুলো সুখের ছিল...এখন আমি সে দিনগুলোর কথা ভাবতেই পারিনা
এখন আমি ভালোবাসার গান গাইতে পারিনা...
কিন্ত প্রিয়তমা, এ শুধুই আমি
প্রিয়তমা, আমি তোমাকে সারাজীবন ভালোবাসব
চিরদিন তুমি আমার হয়ে থাকবে
আমি শুধু অনুজ্জ্বল একটি নক্ষত্রের মত বেঁচে থাকব
আমার মৃত্যুর পরেও আমার ভালবাসার শব্দগুলো বলবে- আমি তোমাকে ভালোবাসি
এখন তোমার জীবন বদলে গিয়েছে
এখন তুমি ভিন্ন মানুষ
তোমাকে দেখলে হাসি পায়, মাঝে মাঝে কষ্ট হয়
কারণ একজন কে তুমি ভুলে গিয়েছ
তোমার এলো-চুলে বহুবার আমি বিলি কেটে দিয়েছি
তোমার ঊঞ্চ ঠোঁট আমাকে কাছে টানত
আর তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে চাইতে
আমি এই ভুলগুলো করতাম , কারণ আমিও যে মানুষ
যখন কেউ একজন তোমাকে কাছে নিতে চাইবে, তোমার কাছে আসবে
তোমার কিছু শুনতে ইচ্ছে করলে তোমাকে শোনাবে
সেই মানুষটি আমি হতে চাই কারণ শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে বলা ওই কথাগুলো আমার হবে
প্রিয়তমা, আমি তোমাকে সারাজীবন ভালোবাসব
চিরদিন তুমি আমার হয়ে থাকবে
তুমি যদি তোমার জন্য কাঁদতে বল
আমি কাঁদব
তুমি যদি তোমার জন্য মরে যেতে বল
মরে যাব
আমার দিকে তাকাও
তোমাকে বলা কথাগুলো ভিত্তিহীন নয়
জীবনের চতুষ্কোণে ভাগ্য বলে কিছু নেই
কিন্তু প্রিয়তমা আমাকে যদি একটি সুযোগ দাও তবে আমরা আমাদের পুরোনো জীবন আর স্বপ্ন কে ধরে রাখতে পারব
আমরা এমন একটি ঘর খুঁজে নিতে পারব যেখানে শুধু আলো আর আলো
প্রিয়তমা, আমি তোমাকে সারাজীবন ভালোবাসব
চিরদিন তুমি আমার হয়ে থাকবে
আমি শুধু অনুজ্জ্বল একটি নক্ষত্রের মত বেঁচে থাকব
আমার মৃত্যুর পরেও আমার ভালবাসার শব্দগুলো বলবে- আমি তোমাকে ভালোবাসি
মূল Lyric এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।