আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে
জ্যোতিষ শাস্ত্র এবং রাশিফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক আছে। বিশ্বাস নেই আমার নিজেরও। তবে আগ্রহ আছে। তাই সময় সুযোগ পেলে এ বিষয়ে পড়াশোনা করি। পড়তে পড়তেই এক সময় মনে হলো বেকারদের নিয়ে জ্যোতিষবিদরা অনেককিছুই লিখেছেন, কিন্তু তাদের জন্য আলাদাভাবে কোন চ্যাপ্টার চোখে পড়ল না।
অথচ রাশিফলের প্রতি বেকারদের দৃষ্টিই বেশি থাকে। তাই বিভিন্ন সাময়িকী এবং ওয়েব সাইটে প্রখ্যাত জ্যোতিষবিদদের প্রকাশিত ২০১১ সালের রাশিফল বিশ্লেষণ করে বেকারদের ভাগ্য এবং সম্ভাবনা নিয়ে প্রতিবেদনটি তৈরি করলাম। এখন এটা ভাল লাগা না লাগার বিষয়টা ব্লগারদের উপর ছেড়ে দিলাম।
মেষ রাশি (যাদের জন্ম ২১ মার্চ থেকে ২০ এপ্রিল–এর মধ্যে): কাজের সন্ধানে যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা জানুয়ারী মাসের শুরু থেকে প্রস্তুতি নিন, সফল হবার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারীতে উপার্জনের পথ খুঁজে পাবেন, আর্থিক সচ্ছলতাও আসবে।
এ বছরের মে মাস হচ্ছে মেষ রাশির জাতক/জাতিকাদের ব্যবসা শুরু করার ভাল সময়। নতুন ব্যবসা বা যে কোন অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরের জন্য মে মাসের শুরু থেকে ৩০ আগস্ট পর্যন্ত সময় অনুকূলে থাকবে। তবে যৌথ ব্যবসায় না জড়ানোটাই হবে বুদ্ধির পরিচায়ক। আর যারা চাকরি পাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য শুভ সংবাদ বয়ে আনতে পারে সেপ্টেম্বর মাস।
বৃষ রাশি (যাদের জন্ম ২১ এপ্রিল থেকে ২০ মে –এর মধ্যে): জানুয়ারী মাসে যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্যের মুখ দেখতে পাবেন।
ব্যবসার ক্ষেত্রে আপনার যে সমস্ত কর্মকান্ডগুলো এতোদিন আটকা পড়েছিল এখন সেগুলোর সুষ্ঠ নিস্পত্তি হবে। জুলাই মাসে ব্যবসার ক্ষেত্রে একক উদ্যোগের চাইতে যৌথ উদ্যোগ তুলনামূলকভাবে বেশি ফলপ্রসূ হবে। যারা বিভিন্ন উপায়ে প্রচেষ্টা চালিয়েও বিদেশ যাত্রার ব্যাপারে তেমন কোন সুযোগ পাচ্ছিলেন না অক্টোবরে তাদের অনেকেই এ ব্যাপারে সফল হতে পারবেন। এছাড়া কেউ কেউ মাসের শুরুতেই চাকরি পাবেন। কম্পিউটার এবং ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীদের জন্য এ মাসটা যথেষ্ট শুভ।
ডিসেম্বর মাসে পারিবারিক ক্ষেত্রে শুভ সংবাদ বা নতুন চাকরি অথবা চাকুরিতে প্রমোশন আশা করতে পারেন। এ সময় নতুন কাজ বা অংশীদারিত্বমূলক কাজের ক্ষেত্রে আপনার জন্য শুভ সূচনা হতে পারে।
মিথুন রাশি (যাদের জন্ম ২১ মে থেকে ২১ জুন –এর মধ্যে): জানুয়ারী মাসে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহের পর কর্মক্ষেত্রে সাফল্যের সূচনা হবে। এ সময়টা নতুন যে কোন ব্যবসায়ে হাত দেয়ার জন্যও শুভ।
মার্চ মাসে জলজ সম্পদের ব্যবসায় হাত দিলে লাভবান হবেন। এ ছাড়া কোন প্রভাবশালী ব্যক্তিকে অংশীদার করে শেয়ারে ব্যবসা শুরু করলে লাভের মুখ দেখবেন। বেকারদের অনেকেই এ মাসে বিদেশে পাড়ি জমাবেন। মাসের শেষ সপ্তাহে কেউ কেউ দেশেই চাকরি পেয়ে যাবেন। মে মাসে যে কোন ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায় হাত দিতে পারেন।
এ ছাড়া পরিবহন, যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসায় হাত দিলেও সফলতা পাবেন। শেয়ার ব্যবসায়েও বিনিয়োগ করতে পারেন। সেপ্টেম্বরে বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার নামে প্রতারণার শিকার হতে পারেন, কাজেই এ সময় সর্তক থাকতে হবে। তবে সব জটিলতা কেটে গিয়ে বিদেশগমনেচ্ছুকদের সফলতা আসবে নভেম্বর মাসে।
কর্কট রাশি (যাদের জন্ম ২২ জুন থেকে ২১ জুলাই –এর মধ্যে): জানুয়ারীর শুরুটাই আপনার জন্য শুভ এবং ভীষণ গুরুত্বপূর্ণ।
হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি ঘটতে পারে এ সময়। বেকারদের কারো কারো ১৫ তারিখের পূর্বে চাকরি হওয়ার কথা থাকলেও তা ১৫ তারিখের পর হওয়ার শুভযোগ রয়েছে। এ মাসে কেউ কেউ বিদেশে পাড়ি দেয়ার ক্ষেত্রেও সফল হবেন। ফেব্রুয়ারীতে কেউ কেউ অলাভজনক ব্যবসায় বিনিয়োগ করার জন্য আপনাকে প্ররোচিত করতে পারে। মার্চে পরিচিত কোন লোকের বিশ্বাসঘাতকতার জন্য মানসিকভাবে বেশ কষ্ট পাবেন।
চাকরি প্রত্যাশীদের মধ্যে যারা জানুয়ারীতে ব্যর্থ হয়েও হতাশ হওয়ার পরিবর্তে কঠিন সাধনা করে যাবেন তাদের জন্য সুসংবাদ বয়ে আনবে এপিল মাস। কর্কট রাশির জাতক/জাতিকারা জুন মাসে শেয়ার ব্যবসায়ে হাত দিলে সুফল পাবেন। এ সময় যে কোন যৌথ বিনিয়োগও আপনার জন্য শুভ। ডিসেম্বরে সুতা, কাপড় ও গার্মেন্টস ব্যবসায়ে হাত দিলে সফল হবেন।
সিংহ রাশি (যাদের জন্ম ২২ জুলাই থেকে ২১ আগস্ট –এর মধ্যে): সিংহ রাশির বেকারদের জন্য সুসংবাদ নিয়ে অপেক্ষা করছে মার্চ মাস।
যারা অনেক দিন ধরে একটা ভাল চাকরির চেষ্টা করছিলেন, এ সময় তাদের সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। উদ্যমী হওয়া সত্বেও যারা মার্চ মাসের শুভ সময়টি কাজে লাগাতে পারবেন না, তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। একটু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলেই কাঙিক্ষত সোনার হরিণ হাতের নাগালে পাবেন সেপ্টেম্বর মাসে। ডিসম্বরে বিদেশ যাত্রার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার শুভযোগ রয়েছে। এর পরেও যারা বেকার থেকে যাবেন তাদের জন্য আশার বাণী হলো যে, ডিসেম্বর মাসের ১০ তারিখ হতে সুসময় শুরু হতে যাচ্ছে।
কন্যা রাশি (যাদের জন্ম ২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর –এর মধ্যে): বছরের প্রথম মাস জানুয়ারী, কন্যা রাশির বেকারদের জন্য এটি শুভ মাস। মার্চে লটারির ভাগ্য শুভ। একইভাবে জুন, জুলাই এবং ডিসেম্বর মাসেও কন্যা জাতক/জাতিকাদের লটারি জিতার সম্ভাবনা রয়েছে। যারা সৃজনশীল কর্মকান্ডে জড়িত তারা মে মাসে তাদের কর্মকান্ডের মাধ্যমে সুনাম এবং অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা আছে। জুন মাসে বেকারদের অনেকেরই কর্মসংস্থানে যোগদানের জন্য বিদেশ যাত্রার ব্যাপারে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।
আগস্ট মাসের শেষ সপ্তাহে বেকারদের কেউ কেউ বিদেশ যাওযার সুযোগ পাবেন। সেপ্টেম্বরে বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। অক্টোবর মাসে ছোটখাট ব্যবসায়ে হাত দিয়ে সফল হতে পারেন।
তুলা রাশি (যাদের জন্ম ২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর –এর মধ্যে): চাকরি প্রত্যাশী হলে জানুয়ারীর ১৫ তারিখের মধ্যে যথাসাধ্য চেষ্টা করুন। কারণ এ মাসের মাঝামাঝি সময়টা তুলা রাশির বেকারদের জন্য আকস্মিকভাবে সুফল বয়ে আনবে।
ফেব্রুয়ারীতে বেকারদের বিদেশ যাত্রার ক্ষেত্রে সফলতা আসবে। যারা বিদেশ যাত্রায় জটিলতায় পড়েছেন তাদের ক্ষেত্রে সুসংবাদ বয়ে আনবে জুলাই মাস। এ মাসে চাকরি জোটে যাওয়ারও শুভযোগ আছে। তবে তুলা রাশির বেকারদের জন্য সেপ্টেম্বর মাস হবে সবচেয়ে সুখের। এ মাস চাকুরি, বিদেশ গমন অথবা আয়ের অন্য কোন পথ খুঁজে পাওয়ার বিষয়ে খুবই অনুকূল সময়।
বৃশ্চিক রাশি (যাদের জন্ম ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর –এর মধ্যে): যারা বিদেশ যেতে চান তারা সফল হতে চাইলে জানুয়ারীর শুরুতেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন। আর ব্যবসা করতে চাইলে মে মাস হবে আপনার জন্য উপযুক্ত এবং শুভ সময়। এ মাসে ব্যবসায় হাত দিলে শুরুতেই সাফল্যের মুখ দেখতে পারবেন। এ বছরের সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশির বেকারদের কারো কারো জন্য স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘদিন যাবৎ আপনি যে সুসংবাদ পাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন, তা আসবে এ মাসেই।
কেউ কেউ চাকরির প্রস্তাব পাবেন। বিদেশ যাত্রার ব্যাপারে জটিলতা থাকলে তারও আবসান হবে এ মাসে।
ধনু রাশি (যাদের জন্ম ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর –এর মধ্যে): জানুয়ারী মাস ধনু রাশির জাতক/জাতিকাদের জন্য শুভ। এপ্রিল মাসে বেকারদের অনেকেরই কর্মসংস্তান হতে পারে। জুলাই মাসেও চাকরি পাওয়ার ক্ষেত্রে ভাল প্রস্তাব পেতে পারেন।
তবে এ প্রস্তাব কার্যকর হওয়ার শেষ দিকে জটিলতা দেখা দিতে পারে। কিন্তু তাতে বিচলিত হওয়ার কিছু নেই। কারণ ধৈর্য ধরে অপেক্ষা করলেই এ সমস্যা কেটে যাবে। সেপ্টেম্বর মাসে লটারি কিংবা অন্য কোন উপায়ে হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। সব মিলিয়ে এ বছরটি নিজেকে গুছিয়ে নেয়ার জন্য হবে অনুকূল সময়।
মকর রাশি (যাদের জন্ম ২১ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারী -এর মধ্যে): ফেব্রুয়ারী মাস বেকারদের জন্য কর্মপ্রাপ্তিতে অনুকূল সময়। যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের বিষয়টি সুনিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিলে। তবে মে মাসে কেউ কেউ প্রতারণার শিকার হওয়ার আশংকা থাকলেও বিদেশ যাত্রার ক্ষেত্রে জুন মাস সুসময় হয়ে দেখা দিবে। অক্টোবর মাস বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ বয়ে আনলেও নভেম্বর মাস হবে পছন্দের পেশায় যোগ দেয়ার উপযুক্ত সময়। তাই নভেম্বর মাস মকর জাতক/জাতিকাদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বছরের সেরা সময় হয়ে দেখা দিবে।
কুম্ভ রাশি (যাদের জন্ম ২০ জানুয়ারী থেকে ১৮ ফেব্রুয়ারী –এর মধ্যে): জানুয়ারীতেই কুম্ভ রাশির বেকারদের কর্মসংস্থান হতে পারে। এ মাস বিদেশ যাত্রার ক্ষেত্রেও কল্যাণকর সময়। নতুন ব্যবসায় হাত দেয়ার জন্য শুভ সময় হচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহ। এ সময় হ্যান্ডিক্রাফট, যন্ত্রাংশ বা মোটর গাড়ীর ব্যবসায় হাত দিলে সফলতা পাওয়া সহজ হবে। এ মাসে বেকারদের জন্য দেশে কর্মসংস্থান এবং বিদেশ যাত্রার ব্যাপারেও ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা প্রবল।
তাছাড়া জুন, জুলাই ্এবং ডিসেম্বরে যে কোন সিদ্ধান্ত গ্রহণে সতর্কতা অবলম্বন করলে আপনার জন্য এ বছরটা সুখময় হয়ে উঠবে বলেই আশা করা যায়।
মীন রাশি (যাদের জন্ম ১৯ ফেব্রুয়ারী থেকে ২০ মার্চ –এর মধ্যে): মীন রাশির জাতক/জাতিকা হয়ে থাকলে মার্চ মাসের ১৬ তারিখের পর থেকে আপনার জন্য শুভ সময় আসছে। বেকারদের পক্ষে এ সময় যৌথ ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনার পাশাপাশি চাকরি পাওয়াও সহজ হবে। মে মাসের শরুতেও বেকারদের জন্য সুখবর থাকবে। বিশেষ করে ১৭ তারিখের পর বিদেশ ভ্রমণের শুভযোগ আছে।
এ ভ্রমণে আপনি অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশ গমনের জন্য টাকা দিয়েও জটিলতায় পড়েছিলেন তারাও এ মাসে সাফল্যের মুখ দেখবেন। সেপ্টেম্বর মাসেও কারো কারো চাকরি পাওয়ার সম্ভাবনা ভাল, আর যারা বিদেশ যাত্রার ব্যাপারে সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দে ভুগছিলেন তারা এ মাসে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।