আমাদের কথা খুঁজে নিন

   

ড্র দিয়ে প্রস্তুতি শেষ ম্যানইউর

প্রথমার্ধে দুই দলের গোলরক্ষকের দৃঢ়তায় কোনো গোল হয়নি। বিরতি থেকে ফিরে চার মিনিটের মাথায় রবিন কোয়াইসনের গোলে এগিয়ে যায় সুইডিশ ক্লাবটি। ৬৮ মিনিটে অ্যাঞ্জেলো এনরিকের ভলিতে সমতা ফেরায় ম্যান ইউ।
কোচ ডেভিড ময়েসের দুশ্চিন্তা বাড়িয়ে এ ম্যাচে আবার চোট পেয়েছে পর্তুগিজ তারকা নানি। চোটের কারণে মাঠ থেকে বেরিয়ে যান জনি ইভান্সও।


এর আগে এশিয়া সফর একেবারেই ভালো হয়নি ম্যানচেষ্টার ইউনাইটেডের জন্য। জাপানে প্রীতি ম্যাচে তারা হারে স্থানীয় দল ইয়োকোহামা এফ. মারিনসের কাছে। জাপানের আরেকটি দল সেরেজো ওসাকার সঙ্গে কোনোমতে ড্র করে তারা।
ম্যান ইউ হেরেছিল থাইল্যান্ডের সিংহা অল স্টার্সের কাছেও। তবে অস্ট্রেলিয়ায় এ লিগ অল স্টার্সদের ৫-১ গোলে হারায় ময়েসের দল।


স্টকহোমের এই ম্যাচটি ছিল দেশের বাইরে ম্যানইউর সব শেষ প্রস্তুতি ম্যাচ। রোববার কমিউনিটি শিল্ডের লড়াইয়ে উইগানের বিপক্ষে খেলবে তারা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।