আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আমার পাশে বন্ধু হে, বসিয়া থাকো, একটু বসিয়া থাকো

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি

” তুমি আমার পাশে বন্ধু হে, বসিয়া থাকো, একটু বসিয়া থাকো ” বন্ধু মানে খোলা আকাশ, বন্ধুত্ব মানে প্রশান্তির অবিরাম ছায়া, নিরপদ আশ্রয়, বন্ধুত্ব মানে নিজের প্রতিফলন বন্ধুর মাঝে। আমরা অতি আদরে কিংবা ঘনিষ্ঠতার খাতিরে একে অপরকে দোস্ত বলি। গ্রামের মেয়েরা তার ঘনিষ্ঠ বান্ধবীকে বলে সই। দোস্ত শব্দটির অর্থ শরীরের একটা অংশ। তাই প্রতিটি বন্ধু বা দোস্ত হচ্ছে তার শরীরের একটা অংশ।

শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়। এখানে শরীরের অংশটি হচ্ছে হৃদয়। যেমনি আমরা বলে থাকি প্রাণের দোস্ত বা প্রাণের বন্ধু। আনন্দ বা বেদনা জীবনের প্রতিটি পর্যায়েই মানুষের বন্ধু প্রয়োজন। বন্ধুত্বর পরিধী সাগরের মত যেখানে ইচ্ছা মতো বিরচরণ করা যায় কোন হিসাব নিকাশের প্রয়োজন হয়না।

ইচ্ছাহলে সেখানে ইচ্ছামতো সাতার কাটা যায়, ইচ্ছা হলে ডুবসাতারে কাটিয়ে দেয়া যায় যতক্ষন ইচ্ছা। বন্ধুর সহচার্যে প্রশান্তির এক সুশীতল বায়ুর পরশে জীবনের তপ্ত, বিষাদ ও বিষন্ন জীবন হয়ে উঠে বক পাখির শুভ্র পালকের ন্যায় । হাজারো সম্পর্কের স্রোতে ভেসে চলতে হয় আমাদের প্রতিদিন। এর মধ্যে কিছু সম্পর্ক থাকে ছকে বাধা , কিছু সম্পর্ক নিয়ম রক্ষার কিন্তু বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা কোন বাধা মানেনা। যেখানে স্বার্থ কিংবা প্রয়োজনীয়তায় বেঁধে রাখা যায়না কাউকে।

শুধু পরস্পরের সান্নিধ্য যেখানে একমাত্র চাওয়া, আড্ডা উৎসবে মেতে ওঠা, পরস্পরের না বলা কথা, যে কথাগুলো অবলীলায় বলে ফেলা যায় বন্ধুকে। বন্ধুর অপর নাম হচ্ছে আশ্রয়। ক্লান্ত পথিক যেমন গাছের ছায়ায় নিজের সবটুকু পরিশ্রান্তি দূও করে ফেলে, বন্ধুর সঙ্গ তেমনই আমাদের সব ক্লান্তি, নিঃসঙ্গতা, কষ্ট ভুলিয়ে দেয়। আর তখনই বলা যায়, ’বন্ধু বোঝে আমাকে---বন্ধু আছে আর কী লাগে, বন্ধুর পরিচয়টা এমনই। বন্ধু চিরদিনই নতুন আর বন্ধুত্ব চিরকালই প্রথম।

মানুষের বয়স বাড়ে, বন্ধুত্বের বয়স বাড়েনা। বন্ধুত্বের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নিস্পাপ মানসিকতা, বয়সের নির্দিষ্ট ফ্রেমে যেটা বাধাঁ নয়। বন্ধুত্ব বুড়িয়ে যায়না কখনও মিল থাকলে সহজেই বন্ধুত্ব হয়। যেখানে প্রয়োজনীয়তা বা চাহিদা কোন মুখ্য বিষয় হিসেবে গণ্য হবে না। বন্ধুর প্রয়োজনে বন্ধু সহযোগী হিসেবে পাশে দাডাঁবে, বন্ধু প্রয়োজনটাই হবে মুখ্য।

থাকতে হয় আত্মত্যাগ বা নিজেকে উৎসর্গ করার মাসনসিকতা, তবেই কেবল বন্ধুত্ব পূর্ণতা পাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।