আমাদের কথা খুঁজে নিন

   

শীত লাগছে, ত্রি কোয়ার্টার প‌্যান্ট আর টি-শার্ট সুয়েটার চাই... (প্রথম আলোর সৌজন্যে প্রায় ১৮+ কিছু ছবি...

ধুর

আমি বলিলাম "মামা শীত আইছে, আমারে ত্রি কোয়ার্টার প‌্যান্ট আর টি-শার্ট সুয়েটার কিনা দাও। " মামা রাগিয়া গেলেন, বলিলেন, "শীতে পরবি ট্রাউজার আর মোটা সুয়েটার। তা না এইগুলান কি কস?" আমি আস্তে করে বাড়িয়ে দিলাম প্রথম আলোর নকশার পাতা গুলি। মামা দেখিলেন এবং আমাকে প্রহার করিয়া ঘর থেকে বাহির করিয়া দিলেন। বলিলেন, "এইগুলা পরার থেকে খালি গায় থাক, শরীর বেশী গরম হইবে।

" অবশ্য এই পাতাগুলির ছবি দেখিয়া সাময়ীক কালের জন্য আমার দেহও গরম হইয়া উঠিয়াছিল। যাই হোক, আপনাদের জন্য শেয়ার করলাম ছবি গুলান। পিছন থেকে। এট্টু পাশ থেকে। সামনে থেকে।

আবার পিছন থেকে (নতুন পোশাক)। পুরাই সামনে থেকে। এই বার সেই স্বরনীয় ছবি, যেইটা আমারে শীতের সকালে চরম আকারে গরম করেছিল। যাই হোক এইগুলান হয়ত শতবছরের বাঙ্গালী এবং বাংলাদেশীয় সংস্কৃতি (আমার সন্দেহ আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।