আমাদের কথা খুঁজে নিন

   

এ বেড কাস্টমার কেয়ার একেই বলে বাঙলাসিংহের কাস্টমার কেয়ার!!!!

মুক্তি দিয়ে কী হবে, মুক্তি চাই না

এ বেড কাস্টমার কেয়ার ফ্রম ০১১৯৮৯৮৯৮৯৮। ফোন দিলাম। মেশিনকন্যা ফোন ধরে কয়েকবার চাপাচাপি করতে বললো। চাপ দিলাম কয়েকটা। তারপর শুরু হলো সবকটি চ্যানেল ব্যস্ত.... অপেক্ষা কোরেন। করলাম। সাউন্ড অফ হয়ে গেল। কিন্তু কয়েকসেকেন্ড পর আবার মিউজিক আর কামনাকাতর কন্ঠ থ্যাঙকু ফর উওর পেসন্স.....আবার সাউন্ড অফ আবার কামনাকাতর কন্ঠ থ্যাঙকু ফর উওর পেসন্স.....এই বার নতুন এড ভয়েস মেইল করতে প্রেস করুন ৯... নয়া ফন্দি ১১ মিনিট শেষ হলো...আবার সাউন্ড অফ। আর মিউজিক আসে না। কারণ আর খদ্দেরের টাকা নাই মোবাইলে... একটা কইষা চড় দিতে মন চায়... মাসের ৩ সপ্তাহ পর থেকে ৩৩-৩৫ কিলোবাইটের ডাউন স্পিডে হইতাছে ৪/৫...মাথা নস্ট...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।