আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগঃ লালবাগ কেল্লায় একদিন....

ফেবুতে আমিঃ-http://www.facebook.com/JRK001

গত শুক্রবার লালবাগ যাই উদ্দেশ্য কেল্লা দেখব সকাল ১০টায় রওনাদি বাসা থেকে যেতে যেতে প্রায় ১১টা বাজে গিয়ে দেখি গেটে নোটিশ ঝোলানো দুপুর ২টায় খুলবে গেটের দারোয়ান কে অনেক অনুনয় বিনয় কোরেও ভেতরে ঢুকা গেল না কী আর করা অপেক্ষা ছাড়া কেল্লার মসজিদে জুমার নামায পড়ে বাকী সময় মসজিদে অপেক্ষা করলাম, অবশেষে গেট খুললো. ভেতরে ঢুকে পুরো কেল্লা ঘুরে দেখলাম আপনারাও দেখেন.... পরী বিবীর মাজার- মুঘলদের বৈঠক খানা- অসপূণ্ কেল্লার অংশ বিশেষ- সুড়ঙ্গ পথের মুখ- ঘাঁসের উপর লেখা লালবাগ কেল্লা মিউজিয়ামের ভেতরের ছবি যদিও তোলা নিষেধ একটু আইন অমান্য করলাম তখনকার ব্যবহারিত হাতিয়ার- তখকার সময়ের মুদ্র- প্রাচীন শীলা লিপি- আসা করি ছবি গুলো সবার কাছে ভাল লাগবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।