পুরান আমি নব ভাবনায় বিভোর.. তুমি সময় পেলে একদিন এসো পারলে এসো একদিন কোন পড়ন্ত একাকী বিকেলে কিংবা কোন চাঁদনী পসর রাতে চুপিচুপি পায়ে হেটে চলে এসো বাসার ছাদে । পারলে তুমি এসো , দমবন্ধ হয়ে আসা কষ্টের কোন অপরিচিত সময়ে , যেমন একপশলা বৃষ্টি সতেজ করে পুরো বিকেল কে । পরলে পালকের মতো হালকা হয়ে , আরো আলতো হয়ে এসো এই অধুনাতে । অনেকের সময় হয় , তোমার কেন আসার সময় হয় না । একলা দ্বীপবাসী আমি, তোমার বসন্তের সমারহ । নদীর জল গিয়ে মিশে সাগরে, আমার লক্ষহীন ঘূর্ণয়ন । বিকীর্ণ প্রভাত আসার আগে কালোরাত্রির আত্মদহন । তুমি বলেছিলে কোন একদিন “আমি আসব কথা দিলাম একদিন আসব” সময় হয় না তোমার , তোমাদের ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।