আমাদের কথা খুঁজে নিন

   

তুমি সময় পেলে একদিন এসো

পুরান আমি নব ভাবনায় বিভোর.. তুমি সময় পেলে একদিন এসো পারলে এসো একদিন কোন পড়ন্ত একাকী বিকেলে কিংবা কোন চাঁদনী পসর রাতে চুপিচুপি পায়ে হেটে চলে এসো বাসার ছাদে । পারলে তুমি এসো , দমবন্ধ হয়ে আসা কষ্টের কোন অপরিচিত সময়ে , যেমন একপশলা বৃষ্টি সতেজ করে পুরো বিকেল কে । পরলে পালকের মতো হালকা হয়ে , আরো আলতো হয়ে এসো এই অধুনাতে । অনেকের সময় হয় , তোমার কেন আসার সময় হয় না । একলা দ্বীপবাসী আমি, তোমার বসন্তের সমারহ । নদীর জল গিয়ে মিশে সাগরে, আমার লক্ষহীন ঘূর্ণয়ন । বিকীর্ণ প্রভাত আসার আগে কালোরাত্রির আত্মদহন । তুমি বলেছিলে কোন একদিন “আমি আসব কথা দিলাম একদিন আসব” সময় হয় না তোমার , তোমাদের ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।