পৃথিবীর একমাত্র অপরিবর্তনশীল বস্তুটি হলো পরিবর্তন...
বাংলাদেশে এয়ারটেলের ব্যবসা করাটা তাহলে মোটেও সহজ হচ্ছে না। ওয়ারিদের গ্রাহকেরা কম-বেশি সবাইই আশা করেছিলেন যে নতুন কম্পানি লন্চ করছে, কিছু না কিছু ভালো অফার দিয়েই শুরু করবে, কিন্তু যেভাবে ওরা পুরনো জিনিসই নতুন নাম দিয়ে চালাচ্ছে, তাতে মানুষ মোটেও খুশি না। যত টাকা ওরা শুধু প্রচারণার পিছনে ঢেলেছে, তার কিছু যদি নেটওয়ার্কের উন্নয়নেও ব্যয় করত, প্রচারণা এম্নিতেই হয়ে যেত। মানুষ একেই এখনো ওয়ারিদ বলেই চালাচ্ছে, তার উপর ওদের ওয়েবসাইট ২ দিন পরপর হ্যাকড। ওয়ারিদের অন্তত পোর্টালটা ঠিকঠাক ছিল, এদের তো পোর্টালে লগইনই করা যাচ্ছিলো না। সামান্য নিজেদের ওয়েবসাইটই যারা মেইনটেইন করতে পারে না, তারা এতগুলো গ্রাহকের জন্য নির্ঝঞ্ঝাট সার্ভিস কি মেইনটেইন করবে???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।