মুক্ত চেতনায় বিশ্বাসি। সবার মতকে প্রধান্য দিতে চেশ্টা করি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ক্যাডারদের হাতে সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩ সাংবাদিক লাঞ্চিত হওয়ার প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে আজ (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করেছে।
জানাযায়, গত ২২ ডিসেম্বর বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রক্টরের উপস্থিতিতে ছাত্রলীগ থেকে বহি®কৃত নেতা আজগর আলীর অনুসারী মীর মশাররফ হোসেন হলের মঈন, লিটন, তন্ময়, অভি, পরশ ও রাহাতের নেতৃত্বে ২৫/৩০ জন ছাত্রলীগ ক্যাডার সাংবাদিক সমিতির সভাপতি পলাশ মাহমুদ ও সম্পাদক সাঈদ জুনাইদসহ ৩ সাংবাদিকের উপর হামলা চালায়। ওই দিনই বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করলে উপাচার্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
কিন্তু পরবর্তীতে কোন ব্যবস্থা না নেয়ায় বৃহস্পতিবার সাংবাদিক সমিতি ৭দিনের কর্মসূচী ঘোষণা করে। কর্মসূচীর প্রথম দিন (বৃহস্পতিবার) উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করে সাংবাদিকবৃন্দ। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করে। ঘটনার তিন দিন পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলায় নেতৃত্বদানকারী ৭সন্ত্রাসী কারণ দর্শানোর নোটিশ দেয়া ছাড়া আর কোন পদক্ষেপ নেয় নি। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া বলেন, ‘খুব শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।
’ তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির ছাত্রলীগের চাপে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে প্রশাসন সুত্র জানিয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ অফিস থেকে এক বিবৃতিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে জানানো হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।