যারা নিয়মিত ব্লগে লিখে, ব্লগ পড়ে, কমেন্ট করে তাদেরকে আমার স্বাভাবিক মানুষ মনে হতো না। কী এমন আছে এখানে? সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত থাকার কোনো মানে হয়। সব আজাইরা কাজ কাম। দীর্ঘনিদন আমার রুমমেট এর কাছে ব্লগের ফিরিস্তি শুনতে শুনতে রাগ করে কাল সাইন আপ করেছি। নিজের ব্লগে গিয়ে আমার আগমনী সংবাদ পোস্ট করলাম।
সাথে সাথে পড়ে ফেললাম কয়েকজনের লেখাও। একটি লখে পড়ে বেশ ভালো লাগলো। ইচ্ছে হলো কমেন্ট করি। কিন্তু সম্ভব হলো না নতুন ব্লগারদের জন্য তৈরী নীতিমালার করনে। যাই হোক- আজ কয়েকটি লেখা পড়ে যার পর নাই বিস্মিত হয়েছি।
মানুষের জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো কিভাবে অন্যজনের সাথে মিলে যেতে পারে হুবহু। আমার অতীত আমাকে কষ্টের দ্রবনে মিশিয়ে এখন গরলে পরিনত করেছে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।