নতুন করে পেয়েছি তোমাকে আবার পেয়েছি, আপন করে নেয়ার সময় এসেছে আজ। রাতের মত অন্ধকার নিস্তব্ধ তোমার ছায়া আগলে রেখেছি এতদিন, তোমার চঞ্চলতা বুঝিনি। জনৈক ছাগু: হুজুর, কেমন আছেন? শুনলাম কাল আপনার রায় দিবে। দিলে কেমন অনুভব করতেছেন?
সাঈদী: এসব কোন বিষয় না। যা হওয়ার হবে।
আল্লাহ পাক সব দেখতেছেন। অন্তত আমার পার্টির সবাই তো মনে করে আমি নির্দোষ!
ছাগু: কী বলেন হুজুর? তাহলে কি আপনি নির্দোষ না?
সাঈদী: ইয়ে, বাদ দাও। শাহবাগের খবর বলো।
ছাগু: হুজুর ঘটনা তো খারাপ। তারা তো আপনার নামে অনেক ফতোয়া দেয়া শুরু করেছে।
সাঈদী: যেমন?
ছাগু: হুজুর তারা বলছে আপনি নাকি মানুষকে সারাজীবন মিথ্যা আশ্বাস দিয়ে এসেছেন। তারা বলছে, কিতাবে লিখা আছে - প্রত্যেক কিছুরই পরিণতি আছে। কিন্তু আপনি নাকি একটা বাচ্চা মেয়েকে বলেছেন, 'মেশিন চলবে'।
সাঈদী: আরে, ইয়ে, মেশিনে তেল থাকলে কত কিছুই তো পিছলায়া যায়। তা সমস্যা কী?
ছাগু: তারপরও হুজুর, আপনার বলার দরকার ছিল, 'ফাঁসি না হলে মেশিন চলবে'।
সাঈদী: ধুর ছাগল, তোকে কে বলেছে আমার ফাঁসি হবে?
ছাগু: হুজুর, শোনা যাচ্ছে, ফাঁসিই হবে। বিভিন্ন দেশের জাদুঘর থেকে অলরেডি পার্টি অফিসে আপনার নামে চিঠি আসা শুরু হয়েছে।
সাঈদী: তারা আবার কী চায়?
ছাগু: মেশিন চায় হুজুর।
সাঈদী: না, না, ওসব হবে না। আমার মৃত্যুর পর আমি শরীরের কোন অঙ্গ দান করবো না।
আমাকে কি নাফরমান নাস্তিক পাইসত্?
ছাগু: হুজুর, একটা পার্টি দশ হাজার ডলার হাঁকিয়েছে।
সাঈদী: কস্ কী মমিন? শুকরিয়া। ইয়ে, ওদের কি আর কিছু লাগবে?
ছাগু: না হুজুর। তবে চামড়াটা চাইছিল বেশ ক'টা পার্টি।
সাঈদী: বেয়াদপ! হুজুরের সামনে তমীজের সাথে কথা বলাটাও এখনও শিখলি না!
ছাগু: মাফ করবেন।
হুজুর কি জেলে মেশিনের যত্ন ঠিকভাবে নিসিলেন? মানে, দশ হাজার ডলারের মামলা তো!
সাঈদী: সে সুযোগ কি আছেরে পাগল? মেশিনের পাশ দিয়ে প্রতিদিন 'বাইদাত' ঢুকালে বুঝতিরে মমিন!
ছাগু: বাইদাত?
সাঈদী: ডিমের আরবী শব্দ। সারা জীবন রগই কাটলি? নাহ্ তোদের ভবিষ্যত খারাপ।
ছাগু: হুজুর, সবই তো আপনাদের খেদমতে। আসি হুজুর, দোয়া করবেন। ফাঁসি হোক বা না হোক, ঠিক মত মেশিনের যত্ন নিবেন।
আল্লাহ হাফেজ।
সাঈদী: ও শোন, বলতে ভুলে গেসি, এটা পার্টিতে জানানোর দরকার নাই। কালকের রায়ের কথা শোনার পর থেকে তো মেশিন একদম কাজ করতেসে না!
ছাগু: হুজুর?
সাঈদী: হুম।
(সম্পূর্ণ কল্পনাপ্রসূত। )
ফেসবুকে পোস্ট: Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।