আমাদের কথা খুঁজে নিন

   

তবে কি সৌদী আরবও ছেড়ে গেল?!

আমার লেখা পড়ে.................. আমাদের বিদেশী রাষ্ট্রগুলো মাঝে মাঝেই আমাদের উপর ছড়ি ঘুরাতে চায় । কখনও তারা সরাসরি কথনওবা ঘুরিয়ে পেচিয়ে এক ধরনের বল প্রয়োগ করে, মূখে কিছু না বলে । এর উদাহরণতো ভুরিভূরি । সবারই জানা যে সৌদি আরব , জামাত-শিবিরের বন্ধু । জামাত-শিবির নিষিদ্ধ হওয়ার একটা সম্ভবনা দেখা দিয়েছে ।

এর ফলশ্রুতিতে সৌদি আরব আমাদেরকে চাপ প্রয়োগ করারই কথা । তাদের শ্রম বাজার আমাদের জন্য দীর্ঘ দিন ধরে বন্ধ । চাপ প্রয়োগের ফল স্বরুপ তারা আমাদের কর্মীদের গণ-ছাটাই করে দেশে ফেরত পাঠানোর কথা ছিল । এমন নজিরতো আছেই । কিন্তু আজ সৌদি আরবের শ্রম বাজার খুলে গেল ।

সরকারের সাথে চুক্তি হলো সৌদি আরব আবার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করবে । তবেকি ধরে নিব জামাত-শিবিরের কুকির্তী সৌদি সরকারেও জানা হয়ে গেছে ? তারা তাদের বন্ধু জামাত-শিবিরকে বাচানোর জন্য বল প্রয়োগের পরিবর্তে বাংলাদেশকে উপহার দিচ্ছে । আমাদের অনেক বেকার মানুষ কাজ পাবে । ২টি সুখবরই ছড়িয়ে দিন পোষ্টটি শেয়ার দিয়ে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।