আমাদের কথা খুঁজে নিন

   

বিলাইপু , টারজান ভাইয়া আর ওদের দুই গিনিপিগ

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
দেশে যাওয়ার আগে থেকেই বিলাইপুর চিল্লাপাল্লায় কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল ... কারণ টা খুবই ছোট্ট, আমাকে সে নাকি রান্না করে খাওয়াবে (নাকি খাবে ? ) ... যাই হোক , গেলাম দেশে ... দেখতে দেখতে রোজার ঈদ চলে এলো , কিন্তু কৈ বিলাইপু তো দাওয়াত দিলোনা ... ঈদের দিন চলে গেল তাও কোন খবর নেই ... এর পর লজ্লা শরমের মাথা খেয়ে নিজেই ফুনাইলাম ... >> কি বিলাইপু তুমি আমারে দাওয়াত দিবা না ? ... বেচারী দেখলো এইটা তো বলেই ভুল করসিলাম, এখন কাঠালের আঠার চেয়ে শক্তভাবে লেগে আছে , কি আর করা ... দাওয়াত দিয়েই ফেলি ... সুতরাং সে জিজ্ঞেস করলো -- == তুমি কৈ ? কি করো ? >> আমি একটু দাওয়াত খেতে বের হইসি ... ক্যান ? == ওহ ! আমি তো ভাবসিলাম তোমাকে দাওয়াত দিবো ... (মনে মনে বলি -- নিজে না চাইলে তো ভুলেই গেসিলা আমার কথা , যাই হোক ... বলেই যখন ফেলসো তখন দাওয়াত না নেয়ার প্রশ্নই উঠেনা ... সুতরাং বললাম .... ) >> আজকে তো দুই যায়গাতে দাওয়াত আছে , আর অতিরিক্ত খাওয়াও যাবে না , এক কাজ করি ... কাল আসি ? == না না , কাল তো আমার কাজ আছে , আমি হয়তো দিনের বেলা বাসায় থাকবো না ... >> সমস্যা নেই, আমি রাতেই আসবোনে .... == না না আমি তো ঢাকার বাইরে যাব ... >> তাইলে কখন আসতে বলো ? == পারলে ঘন্টা দুয়েকের মধ্যে চলে আসো ... (মুখে মিটি মিটি হাসি ... এই বুঝি অন্তু মানা করে দিলো .... কিন্তু পরক্ষনেই শুনলো ... ) >> আচ্ছা তুমি রান্না বান্না করো আমি আসছি ... এই কথা শুনে বিলাইপুর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো ... এখন সে কি করবে ? ... জলদি জলদি চলে গেল টারজান ভাইয়ার কাছে ... গোপন পরামর্শ করতে .... কিছুক্ষন পরে বিজয়ী হাসি দিয়ে একজন চলে গেল বাজারে অন্যজন রান্নাঘরে ... ঘন্টা দুই - তিন পরের ঘটনা ... সোফার একপাশে বসে আছি আমি, অন্যপাশে বিলাইপুর আরেকজন ছোটভাই ... ওপাশে বিলাইপু আর টারজান ভাইয়া ... গল্পসল্পের ঝুলি খুলে বসার আগেই দেখি ওদের দুজনের উশখুশ শুরু হয়ে গেসে ... ফিসফিসিয়ে নিজেদের মধ্যে যেন কি সব কথা বলছে ... আর ভাইয়া ক্যান জানি বার বার তাড়া দিচ্ছে ... আর আপু বলছে == আরে আস্তে , এইটা কি ? আমরা দুজন গেষ্ট বোকার মত বসেই রইলাম, ওদের গল্প শেষে আমাদের কি বলে সেটা শোনার জন্য, অবশেষে তারা একসময় থেমে গিয়ে বললো প্রায় সমস্বরে বলে উঠলো == চলো চলো খেতে চলো, হঠাৎ এমন তোড়জোড় করে খাবার টেবিলে আমাদের নিয়ে যাওয়ার কারণ বোধগম্য না হলেও ঈদের খানাপিনা বলে কথা , তাই আমরা দুজনেই বসে পড়লাম টেবিলে ; কিন্তু এ কি দেখছি ... টেবিল জুড়ে অনেক খাবার (পোলাও, কোর্মা , গরুর মাংস , বেগুন ভাজি ... আরো কত্ত কি ) কিন্তু প্লেট দুইটা ক্যান ? ... কথাটা আসকাইতেই দুজনে বলে আমরা সকালে জম্পেশ ব্রেকফাস্ট করসি তো তাই এখন খাবো না ... কথাটা বলেই দুজন দুজনের দিকে তাকিয়ে এমন একটা বায়োলজিক্যাল ইশারা করলো , ঠিক ধরতে পারলাম না ... তবুও আমরা জোরাজুরি শুরু করলাম ... ভাইয়া , আপু তোমাদের ছাড়া তো আমরা খাবো ঈ না ... (হাত উঠিয়ে নিলাম টেবিল থেকে ) ... অমনি টারজান ভাইয়া বলে উঠলো --- আরে আরে, আমার না একটা জরুরী কাজ আছে ? আমি গেলাম ... টারজান ভাইয়া দুলাভাই মানুষ কত কিছুই তো কওন যায় , তাই খালি কইলাম >> ভাইয়া , আপনি কি নিজের দুই শ্যালকের জন্য সারা বাজার খুজে বেগুন মানে যার গুন নাই, আর বার্ড ফ্লু যুক্ত কিচেন থুক্কু চিকেন ... আর এইসময়ের চরম আতংক এ্যানথ্রাক্স ওয়ালা গরুর মাংস কিনে এনেছেন ? এক সেকেন্ড চিন্তা না করেই ভাইয়া বলে বসলো --- শ্যালকদের জন্য এইগুলান ই পারফেক্ট কাবার তাই নিয়া আসছি ... জলদি খাও ... (বিলাইপুর দিকে তাকিয়ে বলে ) তুমি অপেক্ষা করছো ক্যান, জলদি দেও ওদের প্লেটে ... (বলতে বলতেই দরজার বাইরে ভাগসে .... ) এদিকে টারজান ভাইয়ার খালি বলতে দেরী, বিলাইপু হুড়মুড় করে সবকটা জিনিস একসাথে দিয়ে প্লেট উপচায়ে ফেললো ... আর তাড়া দিতে লাগলো , খালি কথা বলে ... জলদি খাও ... এরপরে ডাক্টারী টার্মে কি কি জানি বকবকায়া কইলো ... কুনু চিন্তা নাই, পড়েছ মোগলের হাতে এখন খাবার না খেয়ে কৈ যাবা ? >> কিন্তু ভাইয়া ? ও চলে গেল ক্যান ? তুমি অন্ত্ঃত আমাদের সাথে একটুস খানিক খাও ... == নাহ, ওকে ছাড়া কি আমি খাবো বলো ? সেটা কি ঠিক ? ও আসলে পরে আমরা খেয়ে নিবো নে ... >> এক টুকরা মাংস খাও , নাকি তাও খাওয়া যাবে না ... == তোমরা খাও , আমি দেখি ... >> তার মানে কি আমরা দুজনে তোমাদের ডাক্তারির গ্যাড়াকলে পড়ে গেলাম নাকি ? == কি ? >> মানে আমাদের গিনিপিগ বানাইসো ? ... বিলাইপু খালি একটা মুচকি হাসি দিয়ে বললো == খালি কথা বলে ,এখন চুপচাপ খাও তো ....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।