বুধবার মেরিনার ইয়াংস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেন খেলোয়াড়রা
খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি জানান, “আমাদের বিপক্ষে যে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা মোটেও ঠিক হয়নি। আমাদের বিপক্ষে অভিযোগ আমরা নাকি পাকিস্তানি কোচকে লাঞ্জিত করেছি, তা মাটেও ঠিক নয়। সেদিন আমরা শুধু তার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম।”
হকিতে খেলোয়াড়দের অবদানের কথা ফেডারেশন বিবেচনা করেনি অভিযোগ করে তিনি বলেন, "আমাদেরকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়নি। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে তারা আমাদের বিপক্ষে যে শাস্তিমূলক ব্যবস্থাটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত।”
খেলোয়াড় কল্যান সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, “ফেডারেশনের কর্মকর্তারা তাদের ব্যর্থতা ঢাকার জন্যই আমাদের বিপক্ষে মামলা দায়ের করেছে। যা ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি আমাদের খুবই ব্যথিত করেছে।”
জাতীয় দলের এশিয়া কাপের ক্যাম্প বয়কট ও পাকিস্তানি কোচ নাভিদ আলমকে লাঞ্ছিত করার অপরাধে বাপ্পীকে আজীবন, প্রিন্সকে দশবছর, আশিকুজ্জামান, শামসুদ্দিন তুহিন ও আসাদুজ্জামান চন্দনকে পাঁচ বছরের জন্য হকির সব ধরনের কার্যক্রমে নিষিদ্ধ করে ফেডারেশন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।