আর বেশি দিন আমি থাকবো না এই জগতে।
আর কোন দিন আমি ফিরে আসবো না ।
আর কোন দিন তোমরা আর আমায় পাবে না , আমিও তোমাদের পাবো না কাছে।
শুধু যাওয়ার আগে বলে যাই আমাকে ভালোবেসো --- মনে রেখো।
আমার স্মৃতি তোমাদের কাছে থাকুক।
তোমাদের স্মৃতি আমার কাছে রইল ।
আমি অনেক ভালো কাজের ও যেমন সাক্ষী তেমনই খারাপ কাজেরও সাক্ষী ।
খারাপ কাজের জন্য আমি অনুতপ্ত, দুঃখী,লজ্জিত। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী ।
আমায় ক্ষমা করে দিও।
চির বিদায় নেবো আমি এ বিশ্ব হতে । কেউ আমায় আর আটকাতে পারবেনা ।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুখে শান্তিতে থাকো।
গড়ে তোল নির্মল সবুজ শান্তির পৃথিবী ।
মংগল হোক তোমাদের , জয় হোক সত্যের, দূর হোক দারিদ্র-অভাব-অনটন, ফিরে আসুক শান্তি,
হেরে যাক শয়তান,মুছে যাক গ্লানি, ভুলে যাক ভেদাভেদ, বিশ্বাস আসুক ভালোবাসা,শ্রদ্ধায়, বর্ষিত হোক সুখ।
এই আমার শেষ কামনা-প্রার্থনা । শুধু মনেরেখো আমায়, স্থান দিও তোমাদের হৃদয়ে ।
|
|
ইতি - আমি তোমাদের
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ইয়ার - 2010
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।