শান্তি করে ঘুমাতে পারি না। ক্লান্তিতে চোখ যখন বুজে আসে কলিং বেল বাজে, ফোন বাজে, ফেরীওয়ালা আসে, আসে ক্যুরিয়ার, চিঠি নিয়ে। দিনের বেলায় শোয়া হয়তো কখনো যায়। ঘুমানো? অসম্ভব! কিন্তু রাতেও যদি ঘুমানো না যায়, তাহলে কি অবস্হা। রাতে ট্রাক আসে, ইট বা বালু নামায়, কন্টেইনার আসে- মালামাল নামায়।
শ্রমিকরা কাজ করে। তার আওয়াজ হয়। দর্জী সেলাই করে। তাদের মেশিনের শব্দ, বাজানো গানের শব্দ। মশারীর ভেতর মশা ঢুকে গান শোনাতে থাকে।
পাশের ঘরে টিভি চলে, তার বাজনা। আর মন পড়ে থাকে ইন্টারনেটে, ঘুমের বিঘ্ন, সেখানেও। সকালে লেট রাইজার। এলোমেলো অবস্হা! অনেক ছুটির দিন, ঈদের দিন ঘুমায়। এখন, ঘুমাতে না পেরে ব্লগ লিখছি।
শুধু কি আমাদের? অন্যদেরও ঘুমে সমস্যা হয়। দেখলেন তো, বিড়ালও শান্তিতে ঘুমাতে পারেনা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।