ভালো কাজের জন্য ভালো মানুষ হলে হয় না। ভালো মন থাকতে হয়।
প্রিয় ব্লগার ভাই ও বোনেরা
আসসালামু আলাইকুম। আপনাদের অবগতির জন্য যানানো যাচ্ছে যে আগামী ২৫ শে ডিসেম্বর ৩য় ফটোওয়াকের আয়োজন করা হয়েছে।
এবারের ফটোওয়াকটি একটু ভিন্নধর্মী।
আমাদের পাঠশালা নামক ব্যতিক্রমী একটা স্কুলের বার্ষিক উৎসবের শিশুদের অনুষ্ঠানকে ঘিরেই থাকবে এই ফটোওয়াক। এই অনুষ্ঠানে থাকবে বিখ্যাত ব্যান্ড শিরোনামহীন এবং আরো দুটি ব্যান্ড সমগীত ও অরূপ রাহীর ব্যান্ড লীলা এবং কৃষ্ণকলি। কবিগান পরিবেশন করবেন দিনাজপুরের কবিয়াল নির্মল সরকার এবং অজিত সরকারের দল।
ব্লগাররা এই স্কুলটির জন্য বিভিন্ন সময়ে ফান্ড রেইজের জন্য চেষ্টা করেছে। ঐ সময়ে স্কুলের ফান্ড রেইজের জন্য অন্য ব্লগাররা সমবেত হবে।
আর্থিক অনটনে এত চমৎকার একটা উদ্যোগ যেনো বন্ধ না হয়ে যায় সেজন্য আসুন আমরা সবাই মিলে কিছু সাহায্য করি এবং আমাদের ৩য় ব্লগ ফটোওয়াক সফল করি...............
স্থান- আমাদের পাঠশালা
সময়- সকাল ৯.৩০ এ উপস্থিতি। (সরাসরি আমাদের পাঠশালায়)
ঠিকানা- বাড়ী- ৪০, লাইন-২৫, ব্লক-ডি,পল্লবী,মিরপুর-১২, ঢাকা.
ফোন-
ক্যামেরাম্যান-০১৯১২০৪৩৫৩০
বিদ্যাসাগর-০১৬১৫৭১৭৯৯৯
এখানে দেখুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।