মায়াবতী এই প্রহর
১ বছর পেরিয়ে গেছে...
অনেক বড় একটা পোষ্ট দেবার ইচ্ছা ছিল।
সময় নেই। তাছাড়া এখন পোষ্ট দিতে ভয় লাগে। মাইনাসের ছোবল.. অযৌক্তিক কমেন্টের আচড়..
আচ্ছা থাক। এখন মন খারাপের কথা আর না বলি...
সামু ব্লগে আমার ১ম লেখাটা শেয়ার করে ফেলি..
এখন একটা গল্প বলি...
এক দেশে ছিল একটা রাজা।
আর অন্য দেশে ছিল একটা রাণী। একদিন তাদের দেখা হয়ে গেল । তারপর প্রেম। অতঃপর বিয়ে..
এরপর তারা একটা রাজ্য প্রতিষ্ঠা করল। আস্তে আস্তে সে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি পেল।
তখন প্রজারা সবাই ছিল খুব হেল্পফুল। একজন আরেকজনের খুশিতে হাসতো.. দুঃখে কাঁদতো..। কিন্তু তাদের কপালে এই সুখ বেশিদিন সইলোনা। রাজ্যের নিরাপত্তা ব্যবস্হার ছোট্ট একটা ছিদ্র দিয়ে অশরীরী প্রেতাত্নারা ঢুকে পড়লো। এসব অশুভ শক্তিরা এমনভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করতে শুরু করলো যে, প্রজারা এখন আরেকজনের খুশিতে কাদে আর দুঃখে হাসে।
তারা রাজা আর রানীর উপর এমনভাবে আছড় করলো যে তারা এখন ফুলকে ভাবে ভুল আর ভুলকে ভাবে ফুল। যারা প্রেতাত্নাদের বিরুদ্ধ যুদ্ধ ঘোষনা কররো, তাদেরকে যেতে হলো নির্বাসনে। কেউ কেউ অভিমানে দেশ ছেড়ে চলে গেলো। তবু রাজারাণীর ভুল ভাঙলোনা.....
রাজ্য চলে গেলো অশুভদের দখলে। তবে আশার কথা হলো, এখনো রাজ্যে কিছু সুস্হ মানুষ রয়ে গেছে।
যারা কৌশলে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে.. তারা দৃঢ়প্রতিজ্ঞ.. একদিন তারা এই রাজ্য এবং রাজারাণীকে অশুভদের কবল থেকে মুক্ত করবেই.....
..........এক বছর পেরিয়ে এসে আমিও এসেছি আজ তাদের কথা বলতে.. তাদের পক্ষে অবস্হান নিয়ে...
বি:দ্র: এটা একটা রূপকথার গল্প অবলম্বনে একটা ফাকিবাজি পোষ্ট। কেউ সিরিয়াসলি নিলে নিতে পারেন....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।