আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা-ঝি জিংপিং বৈঠক

তোমাকে ভাবাবোই

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও চীনা সরকারের ভাইসপ্রেসিডেন্ট ঝি জিংপিং বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক আরো শক্তিশালী করতে বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার সক্রিয় ভূমিকা ও অবদানের কথা বার বার পূনঃব্যক্ত করেছেন চীনের কমিউনিস্ট পার্টির নেতারা। এসময় বাংলাদেশ ও চীনের মানুষের ঐতিহাসিক বন্ধুত্বের কথা উল্লেখ করে চীনা ভাইসপ্রেসিডেন্ট ঝি জিংপিং বলেছেন, ১৯৭৫ সাল থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমাসের অনবদ্য ভূমিকার কথা চীনের মানুষ ও চীনা কমিউনিস্ট পার্টি আজীবন মনে রাখবে। এছাড়া চীনা সরকার, দল ও জনগন বাংলাদেশের বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পুরানো ও বিশ্বস্ত বন্ধু হিসেবে মনে করে। তাই খালেদা জিয়া ও তার দলের সঙ্গে আগামী দিনেও একতাবদ্ধ হয়ে কাজ করে যাবে তারা।

গতকাল সোমবার বিকেলে চীন সময় ৪টায় চীনের গ্রেট হলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও চীনা ভাইসপ্রেসিডেন্ট ঝি জিংপিং এর ৯০ মিনিট ব্যাপী বন্ধুত্বপূর্ণ এক সৌজন্য বেঠকে উপস্থিত চীনা কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ এ কথা বলেন। দৈনিক দিনকালের সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে সফররত বিএনপির ভাইসচেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এ কথা জানান। বেগম খালেদা জিয়া ও তার প্রতিনিধি দল বিকেলে বেঠকের আগে গ্রেট হলে পৌছলে চীনা ভাইসপ্রেসিডেন্ট ঝি জিংপিং ও চীনা কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতারা তাদের উষ্ণ সংবর্ধনা দেন। এবং বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিরোধী দলে নেতা বেগম খালেদা জিয়াকে নিজ কার্যালয়ে ও ৭ম বারের মতো চীন সফরে আসায় স্বাগত জানান। এদিকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিউত্তরে বলেন, বাংলাদেশের বিগত দিনের উন্নয়নে চীনের অবদান দেশবাসী মনে রেখেছে এবং আগামী দিনের উন্নয়নে চীনের আরো বেশী সহযোগীতা করবে এমনটাই বিএনপি আশা করে।

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নে চীন আরো জোরদার ভূমিকা রাখবে বলেও তিনি বিশ্বাস করেন। এছাড়া, চীনা ভাইসপ্রেসিডেন্ট ঝি জিংপিং সম্প্রতি নিজ দলের পক্ষে চীনা মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ও নিজ দলসহ সরকারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে বেগম খালেদা জিয়া অভিনন্দন জানান। জিংপিং আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলেও খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, ঝি জিংপিং নিশ্চয়ই চীনা কমিউনিস্ট পার্টির আগামী দিনের সভাপতি নির্বাচিত হবেন। বিএনপি চেয়ারপার্সন ঝি জিংপিং ও চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে আরো বলেন, আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে কাজ করা হবে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. অব. মাহবুবুর রহমান, ভাইসচেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত সহকারি এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সচিব সালেহ আহমেদ, মিডিয়া কোঅর্ডিনেটর মারুফ কামাল খান, আলোকচিত্রি নুরুদ্দিন আহমেদ নুরু।

খালেদা জিয়া ও ঝি জিংপিং বৈঠকের আগে দুপুরে চীনা কমিউনিস্ট পার্টির সদরদপ্তরে এক আমন্ত্রনে সফররত বিএনপি চেয়ারপার্সন ও প্রতিনিধি দল পৌছলে তাদেরকে অভ্যর্থনা জানান সেখানের সিনিয়র নেতারা। এরপর সেখানে কমিউনিস্ট পার্টির চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়। এরপর বিএনপি চেয়ারপার্সনের সম্মানে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করে চীনা কমিউনিস্ট পার্টি। সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সম্মানে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে খালেদা জিয়াসহ তার প্রতিনিধি দল উপস্থিত ছিলেন ও মনোজ্ঞ অনুষ্ঠানটি উপভোগ করেন।

এসময় বাংলাদেশ ও চীনের সাংস্কৃতি বিনিময় কাযক্রম করার বিষয়টিকে আরো জোরদার করতে বিএনপি চেয়ারপার্সন আহবান জানান। গত রবিবার দুপুরে ১.৪০ টায় থাই এয়ারওয়েজের একটি নিয়মিত ফাইটে ৫ দিনের সফরে ব্যাংকক হয়ে চীনের বেইজিংয়ে পৌছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামী ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বেইজিং থেকে ব্যাংকক হয়ে তিনি দেশে ফিরবেন। চীনা সরকারের দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেগম খালেদা জিয়া সেদেশ সফর করছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।