আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকার...যুদ্ধাপরাধী...মানবতাবিরোধী এর আগে ও পরে কি ??(একটি ছিইল্লা কাইট্যা লবন লাগানো , ডিজুদের চান্দি গরম করা পোষ্ট)



কদিন আগে যুদ্ধাপরাধী ইস্যুটি মাথাচাড়া দিয়ে উঠল। এর আগে ছিল রাজাকার নামক উপাধী । এর সর্বশেষ সংযোজন হল মানবতাবিরোধী। সময়ের সাথে সাথে কিছু নাম আমরা লক্ষ্য করছি। তাই প্রশ্ন জাগে এর আগে কি ছিল আর পরেই বা কি হবে? আগে পরের কিছু আচ করতে চেষ্টা করি পরে না হয় অতিত নিয়ে একটু ঘাটাঘাটি করব।

কদিন পর হয়ত তাদের নাম গিয়ে দাঁড়াবে ‘ডিজিটাল শত্রু’ বা ‘অশান্তি সৃষ্টিকারী’ বা অন্যান্য আরো গালভরা নাম। অতিত ইতিহাস ঘাটলে অবশ্য তাদের কোন নাম খুজে পাওয়া যায় না। তারা বরং ছিল জোটের অংশিদার, আন্দোলনের সহকর্মী কোন কোন সময় দোয়ার পাবার ও কামনার স্থল..। তবে কেন তাদের এই নাম পরিবর্তন ??? আপনারা উত্তর দিন। তবে আমার মনে হয় একবার নির্বাচনে হেরে গিয়ে রাগ মেটানো এবং ক্ষমতার লোভ ও তা চিরস্থায়ী করার বাসনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।