আমাদের কথা খুঁজে নিন

   

"আমি কেন বিষন্ন"

.আমি একজন অতি সাধারন ভবঘুরে...

জীবনের সবগুলো আশা বোধহয় শেষ, বাকী রইলো শুধু বেচে থাকাটা জীবনের স্বাদ , গন্ধ, বর্ন, সবই বোধহয় শেষ বাকী রইলো শুধু চাহিদার অপ্রাপ্যতা চিন্তাশক্তি, বোধশক্তি সবই থেমে গেছে অতৃপ্ত হৃদয়ের ইচ্ছেগুলোর করুন দশা, ভালোলাগা , মন্দলাগা সবই যেন মিছে সুখ আর দুঃখের অনুভুতিও কেমন যেন ভোতা হয়ে যাচ্ছে মুক্তি মেলে না, শান্তি মেলে না দুঃখের প্রাচুর্যে চারিদিক আধার নিজেকে পাল্টানোর চেষ্টা- নির্মম নিয়মে তাতেও হাহাকার শুধুই কাপুরুষের মতো দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে সবার মাঝ থেকে, দুরে, অনেক দুরে, অ নে ক দু রে.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।