পড়ালেখায় মদন হাই স্কুলের গন্ডি না পেরোতে পারলেও কোথাও জ্ঞান গর্ভ আলোচনা হলে মদন মনযোগ দিয়ে শ্রবন করত। একদিন এরকম এক আলোচনায় মদন জানতে পারে নিউটনের মধ্যাকর্ষণ সূত্রের কথা। সেই থেকে মদননের মাথায় বিষয়টা ঘুরফাক খাচ্ছে। কিছুতেই হিসাব মিলাতে পারছে না। মদন অনেক দিন ভেবে শেষে এই সিদ্ধান্ত উপনীত হইল যে - নিউটন বেটার কথা ভুল ছিল (অর্থাৎ নিউটনের সূত্রতে ভুল আছে।
) হেয় কবে কোন আপেল গাছের নিচে বসছে আর একখান আপেল পড়ছে তাই নিয়া ভাইববা কইয়া ফালাইছে যে- পৃথিবী সব বস্তু তার নিজের দিকে টানে। গাছে ফল পাকলে তো পড়বেই এটা নিয়া এত ভাবনের কি আছে। আরে মিয়া তুমি যদি আপেল গাছের নিজে না বইসা বেল গাছের নিচে বসতা তাহলে তোমার থিউরি আর তুমি দুইটা তখনই সর্গবাসী হইতা। কথায় আছে ন্যাড়া বেল তলায় একবারই যায়। তোমার(নিউটনের) কথা যদি এত সত্য হইব তাহলে- ফুলমতি তো আমাকে ভালবাইসা বলেছিল তুমি আমার পিথ্বিবী, তুমি আমার সব, তোমার ছাড়া দুনিয়া আন্ধাইর।
কই শেষে তো ফুলমতি আমার কাছে আহে নাই। আমি তার পিথ্বিবী হইলেও তো সে আমার কাছে না আইসা আকাশ নামে একটা পোলারে ভালবাইসা উড়াল দিছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।