বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!
হে প্রেম,আমি পুরুষ ও ঘর্মাক্ত হবো
আমি শক্তিশালী যুবক হবো,জটাধারী সন্যাসী নয় আর
আমার বুকে রক্ত হবে উষ্ণ ও সুগন্ধময় লোবানের মত
আমার বাহু হবে পেশল,আমার পেশী হবে সুদৃঢ়
হৃদপিন্ড হবে লক্ষ বছর তপস্যাব্রত সাধুর ন্যায় চরম তিতীক্ষার
হে প্রেম,আমি বঞ্ছিত হবো না আর
কেউ কেড়ে নেবে না আমারই মুখের গ্রাস
আমার পূর্ব পুরুষের নিন্দা করে কোন জালিম শাসক
পালাতে পারবে না অক্ষত
আমারই মাথার উপর ছড়ি ঘোরাবে না কোন জাতশত্রু
প্রয়োজনে,হে প্রেম,আমি প্রয়োজনে হত্যাকারী হবো
যে রকম খাদ্যের অন্বেষণে সুন্দরবনের বাঘ হত্যা করে সুচিত্রিত চিত্রাহরিণ
আমি তেমনই সুন্দরকে অন্ধ করে দেব ব্যক্তিগত ক্রোধে!
আমি বাঁচতে চাই বাঁচার মতো,
ভীরু লোকের মতোন বিনয়ের মুখোশে ত্যাগী হয়ে নয়
আমি গুন্ডা হবো,অস্ত্রধারী সন্ত্রাস হবো
যেন কেউ আমাকে অবহেলা করার সাহস না পায়
যেন কেউ আমাকে শেখাতে না পারে কী করে
অনুতপ্ত হওয়ার নামে কী করে নিজের নিন্দা করতে হয়
আর প্রভুর স্তাবকে মুখে আনতে হয় মিথ্যাচারের বুদবুদ
হে প্রেম,আমি যন্ত্রণা হবো,আমি স্থিরতা চাই না,আমি যোদ্ধা হবো
অন্তত সুযোগের অভাবে ত্যাগী সাধু হবো না মিথ্যে মুখোশে
অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে
হে প্রেম,আমি অন্যায়কারীই হবো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।