আমাদের কথা খুঁজে নিন

   

The Enigma of Kaspar Hauser : এক রহস্যময় যুবকের লোমহর্ষক কাহিনী!



মুভিটি ১৮২৮ সালে জার্মানীর ন্যুরেমবার্গের এক সড়কে "Kaspar Hauser" নামক এক রহস্যময় যুবকের হঠাৎ আবির্ভাব হওয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মুভিটি তদানীন্তন পশ্চিম জার্মানিতে ১৯৭৪ সালে মুক্তি পায় যার মূল জার্মান নাম Jeder für sich und Gott gegen alle অর্থাৎ “প্রত্যেক মানুষ তার নিজের জন্য এবং প্রভু তাদের সবার বিরুদ্ধে”। এটি Werner Herzog পরিচালিত অন্যতম শ্রেষ্ঠ মুভি। Kasper Hauser’কে তার জীবনের প্রথম ১৭ বছর হাতে শেকল পরানো অবস্থায় একটি বদ্ধ সেলে কোন এক অজানা কারনে আটকে রাখা হয়। সে সময় কাটাত একটি খেলনা ঘোড়া দিয়ে; কাল ওভারকোট পরা এক লোক ছাড়া সে সব ধরনের মনুষ্য সংস্পর্শ থেকে বঞ্চিত।

এক দিন ঐ লোকটি তাকে হাঁটা ও কিছু কথা শিখিয়ে দিয়ে ন্যুরেমবার্গ শহরে ছেড়ে দেয়। মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড করতে অক্ষম লোকটিকে ঘিরে শহরের জনগনের মধ্যে ব্যাপক কৌতহলের সৃষ্টি হয়। এভাবে তার জীবনটা নতুন মোড় নেই এই ন্যুরেমবার্গ শহরে। মুভিটির মূল সম্পদ Kasper Hauser চরিত্রে এক পতিতার ঘরে জন্ম হওয়া Bruno Schleinstein এর অভিনয়। চরিত্রটা খুব সহজে মানিয়ে গেছে তার সাথে।

যারা Independent Movie কিংবা গতানুগতিক সিনেমা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার মুভি দেখতে ভালবাসেন তাদের জন্য এতি একটি Must See মুভি। মুভিটি আপনাকে বিনোদিত করতে নাও পারতে পারে; কিন্তু আপনি যদি এটিকে Feel করতে পারেন তাহলে নিশ্চিত এটি আপনার মনকে আলোড়িত করপ্রিয় ঊক্তিঃ Kasper Hauser/Bruno S.: “Mother I am very far away from everything” IMDb Rating:8.0/10 http://www.imdb.com/title/tt0071691/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।