আমাদের কথা খুঁজে নিন

   

রঙ-তুলির আঁচড়ে........



তখন ২০০৪ সালের কথা । দ্যা বাংলাদেশ টুডে নিয়মিত পড়তাম । তখন আমি ক্লাস টেনের ছাত্রী । পত্রিকাটাতে ছোটদের জন্য একটা বিভাগ ছিল ...চিলড্রেনস জোন । পত্রিকার সম্পাদক ছিলেন আসাফুদ্দৌলা আর চিলড্রেনস জোনের সম্পাদিকা ছিলেন জুলফিয়া আসাফ ।

ছোটবেলা থেকেই আকা আকি করতাম । তবে চিলড্রেনস জোনে শুরু হয় আমার প্রথম যাত্রা । সদস্য হিসেবে সেখানে অনেক আকা-আকি করেছি , লেখা-লেখি করেছি , প্রতিযোগিতায় অংশ নিয়েছি । ভার্সিটিতে ভর্তি হওয়ার ঠিক আগ মুহূর্তে চিলড্রেনস জোন বন্ধ হয়ে যায় । তারপর থেকে তার সাথে আমার যোগাযোগ বন্ধ ।

১.... এটা আমাদের চিলড্রেনস জোনের স্টারদের ছবি । কে যে এখন কোথায় আছে কিছুই জানিনা দেখি কেউ আমাকে ছবিটাতে পান কি না ২... একটা প্রতিযোগিতায় পুরস্কৃত এ ছবি টা । ৩... ছবিটার মূল থিম ছিল স্বাধীনতা । প্রতিকী হিসেবে ব্যবহার করা হয়েছে একটা পাখিকে যে খাঁচা থেকে সদ্য মুক্ত হয়ে উড়ে যাচ্ছে । ৪.. গ্রীষ্মের দাবদাহ থেকে একটু শান্তি পাওয়ার জন্যে এক কলস ঠান্ডা পানি আর পাখা ৫... মধুমাসের আম...তবে এখনো পাকেনাই ৬... বৃষ্টি এল রিমঝিমিয়ে... খুকুর ছাতায়, ব্যঙের মাথায়... ঘরের চালে, ছন্দ তালে... বৃষ্টি এল রিমঝিমিয়ে... ৭.. শীতের সকাল...... ৮... ৯... ওপরের ছবিগুলো ২০০৪ ও ২০০৫ সালে বাংলাদেশ টুডের চিলড্রেনস জোনে প্রকাশিত ।

আরো অনেক ছবি ছিল যেগুলো সংগ্রহে রাখতে পারিনি । ১০... চা বাগান.... ১১... সুন্দরবনের রয়েল বেঙ্গল..... একটা প্রতিযোগিতার অংশ ছিল এ দুটো ১২.. ১৩... ম্যাগী নুডলসের সাথে ফ্রী পাওয়া এক কালার স্কেচ দিয়ে আঁকা এটি.. ১৪... সবশেষে কার্ডবোর্ডে আঁকা রজনীগন্ধার স্টিকের শুভেচ্ছা আমার ভাঙ্গা ভাঙ্গা হাতের আঁকা এই ছবিগুলো দেখার জন্যে ছবিগুলো ২০০৪-২০০৮ সালে আঁকা ----------------------------------------------------------------- (কয়েকদিন আগে রুমমা নামের এক ব্লগার পেইন্ট দেখতে চেয়েছিলেন । তার কয়েকদিন পর পুরনো ফাইল ঘাটাঘাটি করতে গিয়ে হঠাৎ পেয়ে গেলাম আমার এই জমানো স্মৃতিগুলো । ভাবলাম, শেয়ার করি ....যদিও শেয়ার করতে চেয়েছিলাম মাসের একেবারে শেষে,তবু আগেই দিয়ে ফেললাম .....এ বছর আর টাইম হবে না আমার.... তাই এখনই .....বিদায় ২০১০.... )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।