'জীবন' হলো এক কাপ গরম চা আর একটা জ্বলন্ত বেনসনের মতো। গরম চা একসময় জুড়িয়ে যাবে, বেনসনের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।
উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় যুদ্ধ বেধে যাবে। দ:কোরিয়ার বড় মিত্র পৃথিবীর শয়তানকুলের শিরোমনি আমেরিকা।
আর ওইদিকে উত্তর কোরিয়ার পক্ষে রয়েছে চায়না, রাশিয়া। উত্তর ও দ:কোরিয়ার এই বিদ্বেষ আজকের নয়, বহু পুরোনো। আর এই শত্রুতায় ইন্ধন যোগাচ্ছে খোদ আমেরিকা। যেখানেই যুদ্ধ, সেখানেই আমেরিকানদের ডলার আয়ের ব্যবসা। একজন বাংলাদেশী হিসেবে আমার চিন্তা যেসব বাংলাদেশী ভাই ও বোনেরা উত্তর ও দ:কোরিয়ায় পড়া-লেখা বা চাকুরীসূত্রে আছেন, তাদের নিরাপত্তা নিয়ে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিরোধী দলসমূহকে 'সাইজ' করতে ব্যস্ত। ভারতের সাথে সকল লিখিত-অলিখিত দেশবিরোধী চুক্তির বাস্তবায়নকল্পে বাংলাদেশের মানুষকে ঘোড়া-গাধা বানিয়ে তাদের দৃষ্টি অন্যদিকে ফিরানোর চেষ্টাতেই প্রধানমন্ত্রীর তথা আওয়ামিলীগের সাফল্য। তাই সোমালীয় জলদস্যুদের কবলে আটকে পড়া নাবিকদের সাহায্যার্থে হাত বাড়াতে যখন তিনি অপারগ, তখন উত্তর কোরিয়া এবং দ:কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশীদের রক্ষা করাতো তার দায়িত্বের মধ্যেই পড়বেনা বলেই প্রতীয়মান হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।