আমাদের কথা খুঁজে নিন

   

এই লপিতা, তোমার কানে কানে

পার হয়ে যাই তালুকদারের বাড়ি

এই লপিতা, তোমার কানে কানে কী বলে গেলো সুমন্ত? যতদূর মনে হয়, ওর ঠোঁট ছুঁয়ে গেলো তোমার কান, লালচে দাঁত বের করে হেসে উঠল চুন-খসা দেয়াল । বলো, লুকাচ্ছো কিছু? আচ্ছা থাক, গোপন কিছু না-হলে না-হয় বলো না । বুকে বইখাতা চেপে কতকিছুই তো লুকাও, কিন্তু পারো না লুকাতে । যেমন সেদিন, হুট করে ডেকে নিয়ে গেলে ঝাউবন । একটা কিছু বলবে বলে গোয়েন্দা সূর্যটাকে স্মাগলিং করলো এক টুকরো মেঘ ।

অন্ধকার নেমে এলো, কান খাড়া করলো পাতাবাহার । অথচ তেমন কিছু বলার বদলে কেবল বললে, 'উল্টো দিকে সিগারেট ধরাচ্ছো কেন?' এটা কোনো কথা হলো? মুখ টিপে হাসলো পাতাবাহার । অথবা কলেজ ক্যান্টিনে দেখা । এখানে তুমি সবচেয়ে বিষণ্ন, দেখলেই মনে হয়, তোমার পাশে বসা দরকার । 'এই যে জলধি, কেমন আছো? পড়াশোনা কেমন চলছে?' ছাইপাশ কী যে বলো পড়াশোনা—পড়াশোনা— কোনো মানে হয় এসব কথার? বরং বলো, 'তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, এই নাও রুমাল, ভালো থেকো ।

' যেমন করে বললে তোমাকে দারুণ দেখায়, কিংবা আদুরে ঘুম নেমে আসে চোখে । আর হ্যাঁ, খাওয়ার বিলটা না হয় আমার নামেই চাপিয়ে দিও । যতদূর মনে হয় ঝাউবনে নেমে এলো অন্ধকার, রাজি হয়ে ঘাসের উপরেই শুয়ে পড়লো তোমার ছায়া, অথচ তুমি এখনো দূরে, এখনো, এই লপিতা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।