ভালভাবেই উদযাপন করা হোল ২য় বাংলা ব্লগ দিবস। অজানা, অচেনাকে জানা ও দেখা হোল। গতবছর দেখা হয়েছিল এমন বেশ কয়েকজনের সংগেই দেখা হয়েছে। বেশী দেখলাম পরিচিত নাম/নিক এর অচেনা চেহারাদের। আবার তাদের আসল নামও জানা হোল।
প্রবীনতম ব্লগার হিসেবে আমাকে যে সম্মান দেখানো হয়েছে, অপ্রত্যাশিত। ঢোকার সাথে সাথে নাম ঘোষনা ও স্বাগত জানানোর বিষয় ছিল অভাবনীয়। সংকুচিত ছিলাম।
আয়োজনে স্বতঃস্ফুর্ততা থাকায় হয়তো কিছু অগোছালো মনে হতে পারে। কিন্তু অনুষ্ঠানের ঐটাই ছিল স্বাভাবিকতা।
যারা যান নাই গরম গরম রেশমী জিলাপী সহ অন্যান্য খাবার মিসাইছেন। আয়োজকদের আন্তরিক ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।