আমাদের কথা খুঁজে নিন

   

আর কতকাল

রাজনীতিবীদদের ঘৃণা করি---

আর কতকাল রাখবে দূরে ভালবাসার অচিনপুরে, অন্তরের এই বহ্নিশিখা জ্বলবে অযূত বর্ষজুড়ে। আর কতকাল শুভ্র সকাল বিষাদ নিয়ে ডাকবে আমায়, আর কতকাল সাঁঝের বেলা অন্ধকারে ঢাকবে আমায়। আর কতকাল ভালবাসার পসরা নিয়ে বসব হাটে, আর কতকাল সুখটা আমার অস্ত যাবে দুঃখ পাটে। আর কতকাল খোলা চোখে অন্ধ আমি দেখব তোমায়, আর কতকাল অশ্রু দিয়ে লিখব আমি নামটা তোমার। আর কতকাল খেলবে তুমি দুঃখ দেওয়ার জটিল খেলা, আর কতকাল মাঝ নদীতে ভাসবে আমার স্বপ্ন ভেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।