আমাদের কথা খুঁজে নিন

   

শেখ মুজিবের ছবি এখানে কেন???

বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ
গতকাল ছিলো আন্তর্জাতিক অভিবাসী দিবস। সরকার যথাযোগ্য মর্যাদা দিয়ে এবং উৎসাহী বিশেষ কিছু মানুষের দলীয় সংকীর্নমনা থেকে এ দিবসটি সরকারী ভাবে পালন করা হয়েছে। আমি জানিনা কেন শেখ মুজিবের ছবিটি টাংগানো হয়েছে ব্যানারে। অভিবাসনের সাথে শেখ মুজিবের কি কোন সম্পর্ক আছে?? তিনি কি কোন দিন কোথাও হিজরত টিজরত করেছিলেন??? কেন একটি ব্যাক্তিকে কুইনাইনের মতো সবজায়গায় গিলানোর চেস্টা করা হচ্ছে? দেশে কি একনায়কতন্ত্র চলছে? রাস্ট্রিয় সন্ত্রাস কি নতুন রূপে ফিরে আসছে? এটা কি ধরনের প্রমোশান আমার মনের মধ্যে ঘোরপাক খাচ্ছে। আপনারা কেউ কি জানেন, মুজিবের ছবির সাথে অভিবাসী দিবসের সম্পর্ক কি??
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।