জয় ক্যাডার। জয় গুন্ডা-পান্ডা।
পুলিশ ,RAB এবং অন্যান্য গোয়েন্দা বাহিনী হবার জন্য শিক্ষাগত বা অন্যকোন যোগ্যতা লাগেনা।
প্রচন্ড অন্ধভক্ত দলীয় লেজুড়বৃত্তি আর বিরোধীদের প্রতি প্রচন্ড হিংসা বিদ্ভেষই এসবে বাহিনী হবার এক ও একমাত্র যোগ্যতা।
আইন কানুন,সংবিধান হলো ছেড়া টয়লেট টিসু।
তা বিভিন্ন গ্রেফতার,এবং গ্রেফতার পরবর্তী নেতা-মনত্রী পাতিনেতাদের পরস্পবিরোধী কথাবার্তা থেকৈ স্পষ্ট।
এদের শিক্ষা-প্রগতিশিলতা,প্রভৃতি প্রচন্ড প্রতিক্রিয়াশীল। এদের মস্তিষ্ক গুয়ের বাক্সে ভতি।
সম্ভবত গলাকাটা,রগকাটা,লুইচ্ছা,ডাইলখোর,মাস্তান,চাদাবাজ,টেন্ডারবাজি,খুনিরা প্রশাসনে নিয়োগ পাচ্ছে। প্রশাসনিক কর্মকর্তাদের কথার মেরিট,ভাষা থেকে এসব স্প্ষ্ট।
আসামী কে ধরে কুত্তা পিটা পিটানো আর রাস্তায় লগি-বৈঠার তান্ডব,এসবই তো একই ক্যাটাগরির লোকেরা ঘটায়। কখনো তারা ক্যাডার কখনো নিরাপত্তাবাহিনী।
সেদিন বেশি দুরে নয় বিরোধী নারীদের প্রকাশ্য রাস্তায় ধর্ষন করা হবে। দলীয় মিডিয়া তা ছাপবেনা। হাছিনার মতো ভন্ডেরা সংসদে দাড়িয়ে বলবে মহিলাটিই তো তার সোনার সন্তানদের ধর্সন করেছে!
বি এন পি এসব দেখে শিখছে।
খালেদাই বলছে এ কথা। নিশ্চয় তাদের পরবর্তী আমলের প্রধান কর্মসুচী হবে.......কড়ায় গন্ডায় এ গুন্ডামীর প্রতিশোধ নেয়া। চলতেই থাকবে...........দেশ রসাতলে যাচ্ছে যাবে..............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।