আমাদের কথা খুঁজে নিন

   

১৬ই ডিসেম্বর, সাভার হতে মানিকগঞ্জ

কীট

দুপুর ২টার দিকে সাভার বাসষ্ট্যান্ড থেকে মানিকগঞ্জ যাওয়ার নিয়ত করি, রাস্তায় জনসমাগম এতো বেশি যে গাড়ীতে উঠা ও দুষ্কর, তাই বিআর টিসি এর জন্য অপেক্ষা। একঘন্টা পড়ে বি আর টি সি এলো , ফুল লোড নিয়ে। বহুত কষ্ট করে এই দেহটাকে টেনে উঠালাম, গাড়ীর ভেতর। গাড়ী যথারীতি পৈাছাল সাভার গল্ফ ক্লাবের কাছে। সেখানকার দৃশ্য : গলফ ক্লাবে টিকেট দিয়ে লোক ঢুকাচ্ছে।

তো বাইরে তিন চারজন মিলে যারা টিকেট কাটছে তাদের গলায় টাই পড়িয়ে দিচ্ছে। তারমানে টিকেট টা হয়তো ভুয়া। আরেকটু দুরে মসজিদের জন্য টাকা উঠানো হুজুরদের ভিড়। তো এক হুজুর টাকা উঠানোর তেমন ভালো কোন উদ্দেশ্য খুজে না পেয়ে " পবিত্র স্বাধীনতা দিবস উপলক্ষে , আল্লাহর ওয়াস্তে টাকা দিয়ে যান" দিনটি ছিল বৃহস্পতিবার" পবিত্র জুম্মার দিন উপলক্ষে আল্লাহর ওয়াস্তে দান করে যান" নবীনগর পর্যন্ত গাড়ী এগোলো, সেখানে দেখি" বাংলাদেশ জিন্দাবাদ একপাশে লিখা, নিচে জিয়ার ছবি, উপরে বাম পার্শ্বে লিখা " জাতীয় পার্টি জিন্দাবাদ" যাই হোক এই গেলো মোটামুটি কাহীনী। সন্ধায় মানিকগঞ্জ বিজয় মেলায় গিয়ে পেলাম লায়ন সার্কাস।

ঢুকে পড়লাম" ভালোই লাগলো " নতুন কিছু দেখলাম তাই লেখা। এক খেলোয়াড় আগুন নিয়ে এমন খেলা দেখালো অর্থাৎ আগুন খাওয়া , মুখ দিয়ে আগুন কে বের করে দেওয়া, শরীরে আগুন দেওয়া, মোমের আগুন শরীরে দেওয়া, মুখ দিয়ে আগুন নেভানো ইত্যাদি দেখে অভিভুত হলাম। আর এক খেলোয়ার " পুরো এক জগ পানি খেয়ে সেটা বের করলো, একবার বিভিন্ন রং খাওয়ার পর পানি খেয়ে, সেটা যেরকম ভাবে খেয়েছিলেন সেভাবে বের করলো। তারপর আবার মাগুর মাছ খেয়ে আবার তা বের করলো। এই নতুন লাগলো।

যাই হোক সেখানে লিখা ছিলো " কিভাবে শুধিব তোমাদের এই ঋন..................."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।