আমাদের কথা খুঁজে নিন

   

হাফ ডজন রাশান জোকস

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience

. . . . . . . . . ১ স্নায়ুযুদ্ধ চলাকালীন মস্কো বিশ্ববিদ্যালয়ের এক ঘটনা। বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এক ছাত্র: স্যার শুনলাম আমেরিকায় নাকি বিশ্বে সবচেয়ে বড় বিল্ডিং আছে? টিচার: ইভানভ, তুমি ঠিকই বলেছ, তবে কি জান, আমেরিকানরা সভিয়েট ইউনিয়নের মতো বড় সাইজের ইলেকট্রিক ট্রানজিস্টর বানাতে পারে না। ২ গ্রামে কমিউনিস্ট পার্টির মিটিং চলছে। বক্তৃতা দিচ্ছেন এক নেতা- কমরেডস, কেবল আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনাটি বাস্তবায়ন হোক, দেখবেন উন্নয়নের জোয়ারে ভাসবে গোটা দেশ। আরে, তখন আমাদের সবারই একটা করে প্লেন থাকবে।

এক মুর্খ চাষা প্রশ্ন করলো- প্লেনের মালিক হয়ে আমরা কি করব? নেতা: আরে কমরেড এটিও বুঝতে পারছেন না? ধরুন আপনার শহরের দোকানে আলুর সাপ্লাই নেই, নো চিন্তা, প্লেন নিয়ে মস্কো চলে যান, আলু কিনে ফিরে আসুন... ৩ আফ্রিকার একটি দেশে রাশিয়ার এক কূটনীতিককে খেয়ে ফেলল মানুষখেকোরা। রুশ সরকারের পক্ষ থেকে সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদ পাঠানো হলো। কিছুদিন পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওই দেশের পক্ষ থেকে একটি চিঠি পেল। তাতে লেখা, আপনাদের চিঠির পরিপ্রেক্ষিতে জানাচ্ছি, সুবিধামতো সময়ে মস্কোতে আমাদের রাষ্ট্রদূতকে খেয়ে ফেলার অনুমতি দিচ্ছি। ৪ আজীবন বাম রাজনীত করেছেন খ্যাতনামা এক রাজনীতিবিদ ।

এখন মৃত্যুশয্যায় । শুভার্থীরা ঘিরে আছে শেষ সময়ের বাণী শোনার জন্যৃ রাজনীতিবিদ বললেন, মরার আগে আমি একটা ডান দলে যোগ দিতে চাই । : কেন ? এই শেষ বেলায় কেন কপালে কলঙ্ক লাগাতে চান ? : মরার আগে অন্তত একজন ডান রাজনীতিবিদ মেরে যেতে চাই । ৫ এক পোলিশ পুরনো এক প্রদীপ ঘষেমেজে পরিষ্কার করছিল । হঠাৎ আলাদিনের জিনের আবির্ভাব ।

জিন বলল, তোমার তিনটে ইচ্ছে আমি পূরন করে দিতে পারি । বেশ আমার প্রথম ইচ্ছে, চীন যেন পোল্যান্ড আক্রমন করে । আমার দ্বিতীয় ইচ্ছে চীন যেন পোল্যান্ড আক্রমন করে । আর আমার তৃতীয় ইচ্ছে চীন যেন পোল্যান্ড আক্রমন করে । জিন অবাক হয়ে জানতে চাইল এই অদ্ভুত ইচ্ছের কারণ ।

খুব সোজা । তাহলে চীনের সৈন্যবাহিনীকে ছ’বার রাশিয়ার উপর দিয়ে যেতে হবে । ৬ জিম্বাবুয়ের প্রেসিডেন্টের একশ জন প্রেমিকা । তাদের মধ্যে একজন এইডস্ এ আক্রান্ত। কিন্তু ঠিক কে, প্রেসিডেন্ট তা জানেন না ।

আমেরিকার প্রেসিডেন্টের একশ জন দেহরক্ষীর মধ্যে একজন কেজিবির এজেন্ট । কিন্তু ঠিক কে, তা তিনি জানেন না । সোভিয়েত প্রেসিডেন্টের একশ জন অর্থনৈতিক উপদেষ্টার মধ্যে একজনের কাছে সঠিক অর্থনৈতিক কর্মসূচীটি আছে । কিন্তু ঠিক কার কাছে, তা তিনি জানেন না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।