আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!
সামনে ঈদ, আসছে আড্ডা মওশুম। আড্ডা মওশুমে আড্ডা বাজদের জন্য এই গান-
....................................................................
গানের শিরোনামঃ আড্ডা
অ্যালবামঃ ত্বকের যত্ন নিন (গানটি শুনতে পারেন এখান থেকে)
ব্যান্ড চন্দ্রবিন্দু
.......................................
টালিগঞ্জ স্টেশনের কাছে
বন্ধুরা জড়ো হয়ে আছে আজ
সারা রাত ধরে হবে আড্ডা । ।
হু হু হু......
রাত জাগা সেই আড্ডা । ।
শরীরের আনাচে কানাচে
যে যেখানে যাকে ছুঁয়ে আছে আজ
সারা রাত ধরে হবে আড্ডা
হু হু হু......
রাত জাগা সেই আড্ডা । ।
চেনা চেনা বাড়িগুলো
ভেজা ভেজা চোখ মেলে
সদর দরজা খুলে
সাড়া দাও এ ছেলে ডাক
পিছু ডাক
চুন খসা কল ঘরে
বালতি উপচে পড়ে
এখানে বৃষ্টি ঝরে
আকাশের গায়ে পড়ে
তোমার রাত পোশাক
কার ইশারাতে
এই ঝড়-জল রাতে
তুমি হাঁটো ফুটপাতে । ।
হু হু হু......
ঝোড়ো হাওয়া সেই আড্ডা ।
।
আলো কেউ জ্বালেনি সেখানে
কে যে কার প্রেমিকাকে জানে আজ
সারারাত ধরে হবে আড্ডা
হু হু হু......
ছুঁয়ে ছুঁয়ে থাকা আড্ডা । ।
নদীর গল্প কথা
পাহাড়ি রাস্তা জুড়ে
গিয়েছে বছর ঘুরে
পুরোনো ক্যালেন্ডার মাস
মধু মাস
অফিস কাছারি বাড়ি
সাইনবোর্ডের লেখা
শহুরে ভর দুপুরে
আসলে ভীষণ একা পাস
টার্মিনাস
পথ আঁকাবাঁকা
যতদূর যায় দেখা
শুধু মরীচিকা । ।
হু হু হু......
ফেলে আসা সেই আড্ডা
হু হু হু......
ভেঙে যাওয়া সেই আড্ডা
ভাঙে ঘর যার নিশিডাকে
শরীর খুঁজব বলে তাকে আজ
সারা রাত হবে আড্ডা
হু হু হু......
খুঁজে খুঁজে ফিরি আড্ডা ....
গান ভালোবেসে গান-১২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।