আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন-১

আকাশ ভরা গাঙচিল

আমাদের আয়ু খুব সীমিত পরিমিত সময়ের শেষ প্রান্তে উপস্তিত আমরা দু জন, এখন শেষ হয়ে যাবে ফুলের ঘ্রাণ, কচুপাতার চরম সবুজতায় উপস্তিত এক ফোঁটা টলটলে অশ্রু। সমাপ্তির দাঁড়প্রান্তে আজ ভীষণ মলিন আগামীকাল আর দেখা হবে না কখনো, আগামী কখনো আজকালকার মতো জড়িয়ে থাকবে না হৃদয় জুড়ে, সেখানে হয়ত অন্য নারী অন্য স্বপ্ন,অন্য সকাল দুপুর। সময় রঙ মাখে গায়ে প্রতিনিয়ত চক্রাকার এই আবর্তনে আমরা বারবার আসি হাসি কান্নায় বেঁচে থাকি আর অনায়াসে বলে দেই,বিদায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।