আমাদের কথা খুঁজে নিন

   

নাম বিভ্রান্তি

প্রতিটি ক্ষেত্রে ভালো চিন্তা ও সেই সাথে ভালো কাজ করা উচিত। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করা উচিত।

সামুর ব্লগারদের সাথে আছি প্রায় চার মাস। রাষ্ট্রপ্রধানের কল্যানে সামুর প্রিয় ও নামকরা কিছু ব্লগারদের সাথে দুইবার দেখা করার সুযোগ হয়েছে। এর জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাবো রাষ্ট্রপ্রধানকে।

এই দেখা করার মাঝে সবার সাথে আমার পরিচয় হয়েছে বষ্টি বালক নামে। এর ফলে কিছু কিছু ব্লগার আমাকে এই নামে খোজ করে সামুতে খুজে পায়নি। অথবা যাকে পেয়েছে তার নিক নাম বষ্টি বালক। যা কিনা আমার নিক নাম থেকে সামান্য আলাদা। আমার নিক নাম সামুতে আছে বৃষ্টি.বালক নামে।

এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। ৩রা ডিসেম্বার ও ১৬ই ডিসেম্বার বোটানিকাল গার্ডেন ছবিব্লগ ও মহান বিজয় দিবসে আমি বৃষ্টি.বালক(আসল নাম রেজওয়ান) যাদের সাথে দেখা করেছি বা পরিচিত হয়েছি তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে যে আমাকে যেন বৃষ্টি বালক নামে না খুজে বৃষ্টি.বালক (অর্থ্যাত বৃষ্টি আর বালক এর মাঝে একটি . ডট দিতে হবে)এই নামে খোজ করুন। আর বৃষ্টি বালক নামে যে ব্যক্তি আছেন তার লেখার ধারার সাথে আমার যথেষ্ট অমিল রয়েছে। তাই তার মত করে আমাকে না ভাবলে অত্যন্ত খুশি হবো। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।