আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি এই ব্যাক্তি কে রাজাকার বলবেন ??????

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

রাজাকার বিষয়ে এবং রাজাকারদের কঠিন শাস্তির দাবীতে বাংলাদেশের মানুষ এখন খুবই উদ্বেলিত । আমি নিজেও তাদের কঠোর শাস্তির প্রতিক্ষায় । আমি এর আগে রাজাকার বিষয়ে কোন পোস্ট দেইনি .... কিন্তু এখন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো .... আমাদের গ্রামের নুরুল ইসলাম যাকে সবাই নুরু মৌলানা বলে ডাকে । আমরা গত ১৫ বছর যাবত তার পেছনে দাড়িয়ে নিয়মিত নামাজ আদায় করি । কিন্তু বর্তমানে কিছু মধ্যবয়সী মানুষের মুখে বলতে শুনি তিনি নাকি মুক্তি যুদ্ধের সময় রাজাকার ছিলেন ।

এই কথা শোনার পর আমি গ্রামের কয়েকজন মুক্তিযোদ্ধার কাছে গিয়ে সত্যটা আসলে কি তা জানতে চায় । তারা আমাকে যে তথ্য দেয় তা হলো ..... উনি মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী গ্রামে আসার খবর শুনলেই গ্রামের সব যুবতী ও মহিলাদের তার নিজের বাড়িতে এক জায়গায় লুকিয়ে রাখতেন । এবং পাকবাহিনীর সাথে ঘুরে তাদের অন্য পথে পরিচালিত করতেন । মুক্তিযোদ্ধাদের কোন ক্ষতি বা গ্রামের মানুষের কোন ক্ষতি তিনি করেন নি । এখন প্রশ্ন হলো এই ব্যাক্তি কি রাজাকার ???? যদি রাজাকার হন তাহলে কেন ....??? আর যদি না হন তাহলে কি আমরা তাকে মুক্তি যোদ্ধা বলতে পারি না ।

কারণ যারা মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে তারাও তো মুক্তিযোদ্ধা । মুক্তিযোদ্ধারা আমাদের দেশের সম্মান রক্ষা করেছে ... আর এই ব্যাক্তি তার নিজের গ্রামের মা বোনদের সম্মান রক্ষা করেছেন ....। আপনাদের সুচিন্তিত মতামতের প্রত্যাশী । ( রাজাকারের বিচার চায় ,,, দেশকে পাপ মুক্ত করতে চায় )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।