আল বিদা
প্রাগৈতিহাসিক যে কজন ব্লগার ছিল তাদের মধ্যে 'সমকালের গান' (http://www.somewhereinblog.net/blog/didar) একজন। অন্স আপন আ টাইম সে সা. ইনে কাজ করত। আমরা একজন আরেকজনকে চিনি তাও প্রায় ১৫/১৬ বছর হয়ে গেল। মাঝে কিছুদিন বিরতি ছিল। তখন তো আর মোবাইল/ফেসবুক ছিল না।
৯৬/৯৭ এর কোন এক বছর আমি তার জন্মদিনে উইশ করি নি। আমার মনে ছিল কিন্তু ভাবছিলাম একটু পরে করব। তার হঠাৎ কি রাগ। 'কেন আমি ভুলে গেলাম' জাতীয় কাইজা। আমি বহুত বলে কয়ে তাকে থামিয়েছিলাম।
তাই এবার আর ভুল করলাম না।
আমার এই বন্ধু এখন ব্যবসা করে। আমাকে প্রায়ই ক্ষেপায় আমি অন্যের গোলামী করি বলে। তারে জন্মদিনের শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।